News update
  • Sewage, trash, disease overwhelm displaced communities in Gaza     |     
  • World leaders rally for ‘full-speed’ climate action ahead of COP30     |     
  • Chel Snakehead: A Fish That Time Forgot, Rediscovered     |     
  • Investment Summit Touts Bangladesh’s FDI Promise     |     
  • World Bank Cuts South Asia Growth Forecast     |     

কুয়াকাটায় ১৭ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন কাল

রাজনীতি 2024-09-24, 11:54pm

jamaat-logo-kuakata-ed5d745fced4da61af653b2fe31d69081727200464.jpg

Jamaat logo Kuakata



পটুয়াখালী: কুয়াকাটায় দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বুধবার  ২৫ সেপ্টেম্বর  বিকাল ৩ টায় জামায়াতের কলাপাড়া  দক্ষিণ জোনের উদ্যোগে কুয়াকাটা পর্যটন ইয়ূথ ইন চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে পোস্টারিং করাসহ দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এসময় কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাস-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার কলাপাড়া দক্ষিণ জোন- কুয়াকাটা জামায়াতের পক্ষ থেকে কুয়াকাটার আমির মাওলানা মাইনুল ইসলাম মান্নান স্বাক্ষরিত  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহম্মদ শাহ আলম, নায়েবে আমির অধ্যক্ষ আব্দুস সালাম খান, অ্যাড. নাজমুল আহসান, সেক্রেটারি অধ্যাপক এ.বি.এম সাইফুল্লাহ, কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইউম।

কুয়াকাটা পৌর জামায়াতের আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান বলেন, ‘বিগত ফ্যাসিবাদ সরকার আমাদের প্রকাশ্যে কোনো ধরনের মিছিল-মিটিং করতে দেয়নি। তাই আমরা এই প্রথমবারের মতো কুয়াকাটায় প্রকাশ্যে কর্মী সম্মেলন করতে যাচ্ছি। ইতোমধ্যে আমাদের সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি সম্মেলনটি সফল ও সার্থক হবে।' - UNB