Mufti Syed Muhammad Rezaul Karim, Amir, Islami Andolan Bangladesh, inaugarating countrywide invitation for membership to the party on Monday at Jurain Railgate.
ইসলামের পুর্ণাঙ্গ আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে আজ ৭ অক্টোবর ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। দুপুরে জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে দেশব্যাপী দাওয়াতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
সদস্য সংগ্রহ অভিযানে লাইন ধরে সদস্য ফরম পুরণ করে মানুষ ইসলামী আন্দোলনের সদস্য ফরম সংগ্রহ করেন তা পুরণ করে হযরত পীর সাহেব চরমোনাই’র হাতে জমা দেন। এ যেন অন্যরকম দৃশ্য। সকলেই যেন পীর সাহেব চরমোনাই’র হাতে সদস্য ফরম পুরণ করতে পেরে নিজকে ধন্য মনে করছেন। সারাদেশে যখন ইসলামী আন্দোলন ও পীর সাহেব চরমোনাইকে নিয়ে নেতিবাচক প্রচার করছে ঠিক তখনই সারাদেশে হাজার হাজার সাধারণ মানুষ, আইনজীবী, শ্রমজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ পীর সাহেব চরমোনাই’র আপোসহীন ও গতিশীল নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পুরণ করে সদস্য হচ্ছেন। ইসলামের প্রকৃত সৌন্দর্যে মানুষ অনুপ্রাণিত হচ্ছে প্রতিনিয়ত। বিগত ৫৩ বছর শাসক গোষ্ঠীর ব্যর্থতা, লুটপাট, পাচার, সীমাহীন খুন-ধর্ষন, চাঁদাবাজীতে অতিষ্ঠ হয়ে মানুষ ক্রমেই ইসলামের ছায়াতলে ঝুঁকছে।
এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলেবারী মাসউদ, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, ডা. শহীদুল ইসলাম, মাওলানা আবদুর রাজ্জাক, কেএম শরীয়াত্ল্লুাহ প্রমুখ।
দলের আমীর পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরে মানুষকে ইসলামের পথে নিয়ে আসতে হবে। চলমান মানবরচিত সংবিধানের কুফল এবং ইসরামী কল্যাণ রাষ্ট্রের সুফল তুলে ধরে মানুষকে ইসলামের পতাকাতলে নিয়ে আসার জন্য একযোগ সকল নেতাকর্মীকে কাজ করতে হবে। ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠিত না থাকলে দেশ, মানুষ ও ইসলামের যে কী দূরাবস্থা তা বিগত সময়ে দেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। এখন ইসলাম প্রতিষ্ঠার কল্যাণকর দিকগুলো তুলে ধরে মানুষকে বুঝাতে হবে।
আজ একযোগে যে সকল জেলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়, সেগুলোর মধ্যে রয়েছে : ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগর, কিশোরগঞ্জ, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, গোপালগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর, মোমেনশাহী দক্ষিণ, রাজশাহী মহানগর, রাজশাহী জেলা, জয়পুরহাট, বগুড়া, পাবনা পূর্ব, পাবনা পশ্চিম, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দ¶িণ, চট্টগ্রামপূর্ব, চট্টগ্রাম পশ্চিম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী উত্তর, নোয়াখালী দক্ষিণ, ল¶ীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা পশ্চিম, বি-বাড়ীয়া, খুলনা মহানগর, খুলনা জেলা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাত¶ীরা, রংপুরমহানগর, রংপুর জেলা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর উত্তর, দিনাজপুর দ¶িণ, গাইবান্ধা, পঞ্চগড়, পিরোজপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী।