News update
  • Hurricane Melissa: UN Appeals $74M to Aid 2.2M in Cuba     |     
  • Doha Summit Stresses Urgent Investment in People and Peace     |     
  • Sand syndicates tighten grip on Bangladesh's northern region     |     
  • Prof Yunus orders security forces to hunt down Ctg attackers      |     
  • IU suspends 3 students for assaulting journos, warns 9 others     |     

যারা জুলাইয়ের গণহত্যার পক্ষে সাফাই গাইবে তারা ফ্যাসিবাদের দোসর

-ইসলামী আন্দোলন বাংলাদেশ

রাজনীতি 2024-10-09, 12:50am

islami-andolan-logo2-86ac35f55094302a0cc9afe648af94991728413426.png

Islami Andolan logo.



যারা জুলাইয়ের গণহত্যার পক্ষে সাফাই গাইবে তারা ফ্যাসিবাদের দোসর বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, দেশের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারা প্রশাসনের কোথাও দায়িথ্ব পালন করার নৈতিক অধিকার রাখে না। তারা ফ্যাসিবাদী হাসিনার দোসর হিসেবে চি‎িত হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীল ও উন্নতি করার জন্য ঘাপটি মেরে থাকা দোসরদের অরতিবিলম্বে অপসারণ করতে হবে। তিনি বলেন, লালমনিরহাটের একজন ম্যাচিস্টেট যেভাবে আবু সাঈদকে নিয়ে কটাক্ষ করল যাতে জাতি হতবাক হয়েছে। এ রকম অনেক তাবাস্সুম প্রশাসনের সকল সেক্টরে ঘাপটি মেরে আছে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে পদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, দলের, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম,কৃষিবিদ আফতাব উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা এবিএম জাকারিয়া, অ্যাডবোকেট শওকত আলী হাওলাদার, মাওলাদার দেরাওয়ার হোসাইন সাকী, মাওলানা খলিলুর রহমান, জিএম রুহুল আমিন, মাওলানা নুরুল ইসলাম আল-আমিন, অধ্যাপক নাসির উদ্দিন খান।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, অন্তর্র্বতী সরকারকে তাত্ত্বিক কথার পরিবর্তে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঢাকা প্রবশের পথে ভয়াবহ যানজটে জনজীবন অতিষ্ট। শনির আখড়া-গুলিস্তান রোডে মাসের ৩০ দিনই জ্যাম। এটা বর্তমানে ভয়াবহ রূপ নিয়েছে। যানজট নিরসনে প্রশাসনকে কাজের গতি বাড়ানোর লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেয়া দরকার। নতুবা সরকারের প্রতি জনগণ ক্ষুব্ধ হয়ে উঠবে। জনগণ যদি বিক্ষুব্ধ হয় তাহলে এর ফলাফল ভালো হয় না। - প্রেস বিজ্ঞপ্তি