News update
  • Dhaka’s air ‘moderate’ for the second day on Saturday     |     
  • Salinity ingress from sea shrinks farmlands in Narail, Bangladesh      |     
  • Metro rail services disrupted for power fault, passengers suffer     |     
  • UN Security Council condemns Jammu and Kashmir terror attack     |     
  • 250,000 mourners pay last respects to Pope Francis in 3 days      |     

তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী আটক

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-10-17, 6:16pm

erwerwer-d0a76bf6c8216604285e5f44005a6dde1729167412.jpg

শমসের মবিন চৌধুরী। ফাইল ছবি



তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শমসের মবিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে।

এর আগে আজ দুপুরে শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। শমসের মবিন অভিযানের বিষয়ে গণমাধ্যমকে বলেন, আমার বাসায় সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য এসেছেন। তাদের মধ্যে দুজন পুলিশের পোশাকে রয়েছেন। তারা আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যেতে চান।

এর আগে বুধবার শমসের মবিন চৌধুরীকে বিদেশে যেতে বাধা দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিনি তার স্ত্রীর সঙ্গে বিদেশে যাওয়ার চেষ্টা করলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠানো হয়।

মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী এক সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে নাজমুল হুদার প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন তিনি।  এনটিভি