News update
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     

ফ্যাসিবাদের বিচার এবং পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে হবে -মুফতী ফয়জুল করীম

রাজনীতি 2024-11-05, 11:49pm

mufti-foyezul-karim-nayete-amir-of-iab-addressing-a-rally-at-jhalokathi-rajapur-high-school-gorund-on-tuesday-2fbf6be7a7e58858a3b12934cce38c531730828989.jpg

Mufti Foyezul Karim, Nayete Amir of IAB addressing a rally at Jhalokathi Rajapur High School gorund on Tuesday.



ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অন্যায় ও অপরাধের রবিচার করতে হবে। দুর্নীতি ও অর্থপাচাকরাীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রতিটি আওয়ামী লীগের বাড়ীতে তল্লাশী করলে শত শত কোটি টাকা ও রাষ্ট্রের সম্পদের খোঁজ মিলবে। এ জন্য যৌথবাহিনীকে এ কাজটুকু শুরু করতে হবে। রাজনীতিতে আদর্শিক ও গুণগত পরিবর্র্তন আনতে হবে। নেতার পরিবর্তনে কোন কাজ হবে না। নীতি ও আদর্শের পরিবর্তন ছাড়া জাতির ভাগ্যের কোন পরিবর্তণ হবে না।

আজ (মঙ্গলবার) বিকেলে ঝালকাঠীর রাজাপুর হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ আলমগীর, মুফতি আছাদুজ্জামান, ইঞ্জিনিয়ার আহসান উল্লাহ খান, মাওলানা মুহাম্মদ আল আমিন, মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, মাওলানা ফজলে আলী খান, মাওলানা মিজানুর রহমান, ফরিদুল ইসলাম, মাওলানা তাওহীদুল ইসলাম, মাওলানা আল আমিন দোহারী, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা ইব্রাহিম। রাজাপুর উপজেলা সভাপতি  মাস্টার জাহিদুল ইসলাস খানের সভাপতিত্বে অনুষ্ঠত সমাবেশে জেলা ও থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মুফতী ফয়জুল করীম বলেন, বর্তমান সমাজের ক্রমবর্ধমান অস্থিরতা, নৈতিক অবক্ষয় এবং বৈষম্য দূর করতে হলে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি জাতির কল্যাণে যুবকদেরকে ইসলামের পথে পরিচালিত হওয়ার আহ্বান জানান। - প্রেস বিজ্ঞপ্তি