News update
  • Economic Growth Is the Wrong Metric for Our Time     |     
  • Preserving Biodiversity Key to Human Survival: UN Warns     |     
  • Trump Hails $600b Saudi Pact, Jokes Fly Over 51st State     |     
  • Guterres Urges Israel to Accept UN's Principled Gaza Aid Plan     |     
  • 427 Rohingya Feared Dead at Sea, UNHCR Warns of Desperation     |     

ইসকন উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে --আইএবি

রাজনীতি 2024-11-10, 11:43pm

islami-andolan-logo2-86ac35f55094302a0cc9afe648af94991731260601.png

Islami Andolan logo.



ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন, জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, সহ সভাপতি আলহাজ্ব মোঃ হানিফ মিয়া, আলহাজ্ব সুলতান আহমদ খান, প্রফেসর ডা. মোহাম্মদ কামরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারী হাজী মোঃ শাহীন আহমদ বাংলাদেশে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) নিষিদ্ধের দাবি জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামের হাজারী লেনে ওসমান আলী নামের এক ব্যবসায়ীর দোকানে হামলা এবং যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলা অ্যাসিড নিক্ষেপের নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। ইসকন নিষিদ্ধ প্রয়োজন দেশের স্বার্থেই।
আজ রোববার এক বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, গত মঙ্গলবার ওসমান আলী নামের হাজারী লেনের এক ব্যবসায়ীর দেওয়া ইসকনবিরোধী ফেসবুক পোস্ট ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই পোস্টের প্রতিবাদে ৫০০ থেকে ৬০০ ব্যক্তি হাজারী লেনে জড়ো হয়ে ওসমান তাঁর ভাইয়ের দোকানে আগুন দিতে উদ্যত হন। একপর্যায়ে তাঁরা জুয়েলারি কাজে ব্যবহৃত অ্যাসিড নিক্ষেপ করেন যৌথ বাহিনীর সদস্যদের ওপর। এতে সেনাবাহিনীর সদস্যসহ পুলিশের ১২ সদস্য আহত হন। সময় এক দল ব্যক্তি ইট ছুড়ে সেনাবাহিনীর একটি পিকআপ ভ্যানের উইন্ডশিল্ড ভেঙে ফেলে। সময়ও উগ্রবাদীরা আবার তাদের ওপর অ্যাসিডসদৃশ বস্তু ছুড়তে শুরু করেন। তারা বলেন, আইন হাতে তুলে নেয়ার এখতিয়ার কারো নেই। ইসকন আইন হাতে তুলে নিয়ে প্রশাসনের লোকজনের উপর হামলা করে চরম অফরাধ করেছে। তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানে না। এজন্য ইসকন দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে সম্প্রতি নষ্ট করে ভারতকে হস্তক্ষেপের সুযোগ করে দিতে চায়। কাজেই ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। - প্রেস বিজ্ঞপ্তি