News update
  • Explosion Tears Through Keraniganj Madrasa Classroom     |     
  • EC to Decide on Tarique, Zaima’s Voter List Entry     |     
  • Tarique Rahman Pays Tribute at Shaheed Osman Hadi’s Grave     |     
  • Tarique visits National Martyrs’ Memorial, pays homage to martyrs     |     
  • Muslim League leads new electoral alliance, Jatiya Muslim Jote     |     

নির্বাচন যত দ্রুত হয় ততই মঙ্গল : মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-11-23, 7:35am

jesoor_bnp_news_bpic-cd7b760a0f8d9754a47d98091fbfe2f31732325736.jpg




নির্বাচন যত দ্রুত হয়, দেশের জন্য ততই মঙ্গল। নির্বাচিত সরকার শক্তিশালী হয়, কারণ তাদের পেছনে জনগণ থাকে, তখন সংস্কারকাজ করা সহজ হয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির ‘ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।  

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি প্রথম থেকেই সংস্কারের কথা বলে আসছে। তবে সেটা হতে হবে টেকসই। তাতে জনগণের সমর্থন থাকতে হবে।

আধা ঘণ্টাব্যাপী বক্তব্যে বিএনপি মহাসচিব আরও বলেন, সামনে বিরাট ক্রান্তিকাল। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে হটিয়েছি। সেই ঐক্যকে সামনে রেখে গণতান্ত্রিক দেশ নির্মাণ করতে হবে। অনেক ষড়যন্ত্র হচ্ছে। আবার বিবেধ সৃষ্টির চেষ্টা চলছে।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির ভূমিকা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ১৬ বছরের দীর্ঘ লড়াই সংগ্রামে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, ৭০০ নেতাকর্মী গুম হয়েছেন, হাজার হাজার নেতাকর্মীকে খুন, পঙ্গু করা হয়েছে। গ্রামে-গঞ্জে নেতাকর্মীরা রাতে বাড়িতে থাকতে পারেনি। ধানক্ষেতে, গাছের ওপরে ঘুমিয়েছেন। দীর্ঘ এই আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় শেষে গোলটা ভালোভাবে করতে পেরেছে ছাত্ররা।

ছাত্রদের স্যালুট জানিয়ে এবং দল হিসেবে আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল না। তারা কখনও গণতন্ত্রে বিশ্বাস করেনি। স্বাধীনতা যুদ্ধের সময়, পরে ও গত ১৬ বছরে তারা সেটা প্রমাণ করেছে। আমরা যুদ্ধ করেছিলাম গণতন্ত্র, ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার জন্য। অথচ স্বাধীনতার পর দেখলাম উল্টোটা। আমাদের দুর্ভাগ্য, ৫৩ বছর পরও সেই গণতন্ত্র প্রতিষ্ঠার কথাই আমাদের বলে যেতে হচ্ছে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বক্তব্য দেন। এ ছাড়া যশোরের ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও বক্তব্য দেন। এনটিভি নিউজ।