News update
  • Foreign Debt Repayment Hits $4 Billion in Record High     |     
  • Bangladesh Orders 25 Boeing Jets Ahead of Key US Trade Talks     |     
  • Bus ploughs into football match in Cumilla; 1 killed, 5 hurt     |     
  • CA Prof Yunus holding talks with 12 more political parties     |     

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যের কথা বললেন মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-11-27, 7:57pm

img_20241127_195724-c464704de8cda13d8bdef0c470ab10d21732715865.jpg




দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটি জাতীয় ঐক্যের কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, গত ১৫ বছরে আমাদের দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে যত মিথ্যা মামলা করা হয়েছে; আমরা তা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছি। প্রধান উপদেষ্টা তাতে সম্মতি জানিয়েছেন।

নির্বাচনের ব্যাপারে কী প্রস্তাব দিয়েছেন? উপস্থিত সাংবাদিকরা এ ব্যাপারে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বলেছি যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে।

এসময় বিএনপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। তবে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু সিরাজগঞ্জ থাকায় বৈঠক উপস্থিত হতে পারেননি। এনটিভি নিউজ।