News update
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     

সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে

ঢাকায় সমাবেশে মির্জা ফখরুল

বিশেষ প্রতিনিধি রাজনীতি 2024-11-30, 12:10am

fakhrul-aa6892612ec9c4b5453eaba2ff3357111732903859.jpg




বাংলাদেশকে মৌলবাদীদের দেশ হিসেবে উপস্থাপন করে দেশকে অন্ধকারে ফিরিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

ষড়যন্ত্রের অভিযোগ

মির্জা ফখরুল বলেন, সীমান্তের ওপারে একজন ফ্যাসিস্ট বসে আছেন, যিনি বাংলাদেশ নিয়ে নতুন নতুন ষড়যন্ত্র করছেন। সংখ্যালঘু নির্যাতন এবং মৌলবাদী কার্যকলাপ নিয়ে ভ্রান্ত ধারণা ছড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।

তিনি ছাত্রসমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের অন্ধকারে নিয়ে যাওয়ার এই প্রচেষ্টাকে রুখে দিতে হবে। কোনও হঠকারিতা কিংবা বিশৃঙ্খলা যেন কেউ সৃষ্টি করতে না পারে।”

সংখ্যালঘু নির্যাতনের ভ্রান্ত ধারণা

সমাবেশে তিনি বলেন, “ভারতের পত্রপত্রিকায় এমনভাবে চিত্রিত করা হচ্ছে, যেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বেড়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। এটি একটি ষড়যন্ত্র, যা আমাদের আনন্দে থাকার সুযোগ দেয় না।”

ঢাকায় ছাত্র সংঘর্ষে উদ্বেগ

ঢাকায় সাম্প্রতিক ছাত্র সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “যখন আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে সরাতে সক্ষম হয়েছি, তখন ছাত্রদের মধ্যে এমন সংঘর্ষ আমাদের জন্য লজ্জাজনক। এটি একটি ষড়যন্ত্রের অংশ।”

ছাত্রসমাজের প্রতি আহ্বান

ছাত্রদের ভূমিকা নিয়ে প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের ইতিহাসে ছাত্রসমাজ দানব ও ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করেছে। এটা কোনো ছোট ঘটনা নয়। খালি হাতে লড়াই করে ফ্যাসিজমকে পরাজিত করা ইতিহাসে বিরল।”

তিনি আরও বলেন, “আমাদের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। বাংলাদেশকে পুনর্গঠনের জন্য ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। ঘুষ-দুর্নীতিতে বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে তোমাদের ভূমিকা অপরিহার্য।”

সমাবেশের বক্তারা

ঠাকুরগাঁও ছাত্র পরিষদের সমন্বয়ক মিলন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শরিফ উদ্দিন আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসেন শাহরিয়ার, এবং বিএনপির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ।

ছাত্রসমাজের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আলোচনা করে সমাবেশটি শেষ হয়।