News update
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     
  • RMG Exports Up 10.84% in July–March     |     

শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল: জামায়াত আমির

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-12-02, 6:46am

img_20241202_064513-2f0d60d245ee443c81986af1d156f7a01733100419.jpg




জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিন মাস আগেও কল্পনা করতে পারেনি খোলা ময়দানে মানুষের সামনে দাঁড়িয়ে দোয়া চাইতে পারবো। শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করা হয়েছিল। কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল।

রোববার (১ ডিসেম্বর) রাতে আমিরের বরিশাল সফর উপলক্ষে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে মহানগর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ২০০৬ সালের ২৮ আগস্ট থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বহু মানুষকে গুম ও খুন করা হয়েছে। বহু মানুষকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিলো শুধু সত্যের পক্ষে থাকার জন্য। প্রবীণ ও আলেমদেরও তারা জেলে দিতে দ্বিধাবোধ করেনি। তাদের পায়েও ডান্ডাবেড়ি পড়িয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীকে তারা তিলে তিলে খুন করেছে। আমাদের বহু নেতাকে তিলে তিলে খুন করা হয়েছে।

তিনি বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানে সব শহীদ পরিবারের কাছে তারা ঋণী। জামায়াত এসব পরিবারের পাশে আছে বলেও আশ্বস্ত করেন তিনি।

জামায়াতে ইসলামীর আমির বলেন, আওয়ামী লীগ চেয়েছিল ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এমন একটা ভাব তারা দেশের মালিক আর আমরা সবাই ভারাটে। কিন্তু আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো গুম, খুন, ছিনতাই হবে না। সবাই সম্মানের সঙ্গে নিজ মর্যাদা নিয়ে চলবে। আমরা এমন যুব সমাজ চাই যেখানে মাদকের ছোঁয়া থাকবে না।

তিনি আরও বলেন, ন্যায় বিচার ঘরে আসবে না, লড়াই করে আনতে হবে। অধিকারের দরজা খুলেছে বাকিটা লড়াই করে আনবো৷ কোনো দুর্নীতিবাজদের দিয়ে দেশের ভাগ্যের পরিবর্তন হবে না। নতুন বাংলাদেশে দুর্নীতি দখলদার চাঁদাবাজ থাকবে না অস্ত্রের ঝনঝনানি শোনা যাবে না। এমন বাংলাদেশ গড়তে চাই। আস্থা বিশ্বাস ও ভালোবাসার দায়িত্ব যদি পাই আমরা মালিক নয় সেবক হয়ে থাকবো।

আয়োজিত পথসভায় মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। আরটিভি