News update
  • Israeli Aggression against Qatar, Extension of Crimes against Palestine     |     
  • No place is safe in Gaza. No one is safe     |     
  • Stocks fail to recover despite slight gains in Dhaka, Ctg     |     
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     

ভারতের বাংলাদেশ বিরোধী তৎপরতায় প্রথম করনীয় - লৌহদৃঢ ঐক্য গড়ে তোলা

গাজীপুরে গণতন্ত্র মঞ্চের মতবিনিময় সভায় মঞ্চের সমন্বয়ক সাইফুল হক

রাজনীতি 2024-12-03, 9:46pm

saiful-huq-central-coordinator-of-ganatantra-manch-addressing-an-opinion-exchange-meeting-in-gazipur-on-tuesday-fd2223d172fa82ec335408a4af4911db1733240779.jpeg

Saiful Huq , central coordinator of Ganatantra Manch addressing an opinion exchange meeting in Gazipur on Tuesday.



ভারতের সরকারকে বোঝা দরকার প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে থাকবে। দেশের মানুষকে কোনরুপ উসকানি পা না দেবার আহবান।

গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন ভারতের বাংলাদেশ বিরোধী আগ্রাসী অপতৎপরতার প্রথম জবাব  হচ্ছে নিজেদের  মধ্যে লৌহকঠিন জাতীয়  ঐক্য গড়ে তোলা। তিনি ক্ষোভের সাথে বলেন, গেল ৫ আগস্ট শেখ হাসিনার পতনকে ভারত যে নিজের পরাজয় হিসাবে মনে করছে ভারতের বিজেপি সরকার ও উগ্রবাদীদের বাংলাদেশ বিদ্বেষী কর্মকান্ড তারই প্রমান।তিনি ভারতের বিজেপি সরকার ও শাসকগোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেন, প্রতিবেশীর ঘরে আগুন দিলে নিজের ঘরও নিরাপদ থাকেনা; প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত না হলে নিজেদের নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে। 

তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে বাংলাদেশ বিরোধী উগ্র হিন্দুত্ববাদীদের ব্যাপক হামলা আক্রমণ ও ভাংচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানএবং  বলেন এসব উসকানিমূলক সহিংস তৎপরতার  দায়দায়িত্ব নরেন্দ্র মোদীর সরকারকে বহন করতে হবে।

 তিনি  বলেন, পশ্চিমবংগের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কর্তৃক বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায়  জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর আহবান  এবং বেনাপোল সীমান্তে বিজিপির বাংলাদেশ বিদ্বেষী মহড়া পুরোপুরি উসকানিমূলক ও বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী। মমতা ব্যানার্জির বক্তব্য  বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের মদদ যোগানোর সামিল।

অন্যান্য বক্তারা বলেন ,  বিজেপি সরকার ও তাদের দল পরিকল্পিতভাবে বিশ্বব্যাপী  বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে  মিথ্যা তথ্য  ও প্রচারণা ছড়িয়ে আসছে।

নেতৃবৃন্দ ভারতীয় সরকার ও বিজিপিকে  বাংলাদেশ বিরোধী সাম্প্রদায়িক উত্তেজনার যাবতীয় কর্মকান্ড বন্ধ করার আহবান জানান। একইসাথে তারা দেশ ও দেশের বাইরের সব উসকানি মোকাবেলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। 

আজ সকালে গাজীপুর  চৌরাস্তায় অবস্থিত গণতন্ত্র মঞ্চের কার্যালয়ে অনুষ্ঠিত  এই মতবিনিময়ের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত আহবান জানান।

গণতন্ত্র মঞ্চের গাজীপুর জেলার সমন্বয়ক  নাগরিক ঐক্যের নেতা ডাঃ রাশেদুল হাসান রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের পিন্টু মিয়া, ভাসানী অনুসারী পরিষদের আহসান হাবিব, গণসংহতি আন্দোলনের আমজাদ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মোহাম্মদ ফিরোজ, ইসলামি আন্দোলনের ফায়েজউদ্দিন,এবি পার্টির আমজাহ হোসেন, বিপ্লবী গারমেন্টস শ্রমিক সংহতির আবু হানিফ,রোকন হোসেন প্রমুখ। 

মতবিনিময় সভার পর গণতন্ত্র মঞ্চের গাজীপুর জেলা কার্যালয় উদ্বোধন করেন মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়ক সাইফুল হক – প্রেস বিজ্ঞপ্তি