News update
  • NBR scramble to meet IMF conditions on revenue collection     |     
  • Gaza: UN rights office condemns Israeli buffer zone plan     |     
  • US tariffs move could see 3% fall in global trade: Top UN economist     |     
  • Myanmar Military strikes on amid earthquake response works     |     
  • Countries reach historic deal to cut shipping emissions     |     

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিয়েছে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ

ভারতের অপকর্ম, অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ

রাজনীতি 2024-12-04, 10:00pm

islami-andolan-logo2-86ac35f55094302a0cc9afe648af94991733328039.png

Islami Andolan logo,



অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার সোয়া চারটার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে ২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। এতে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক আশরাফ আলী আকন।

বৈঠক শেষে মিডিয়ার ব্রিফিংয়ে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ও জাতির দুশমন। তাকে যে দেশ আশ্রয় দিয়েছে সে দেশও বাংলাদেশের শত্রু। ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করলেও ভারত তা মনে করে না। ভারত বার বার বাংলাদেশে তাদের আগ্রাসী মনোভাব বিভিন্নভাবে জাহির করে। সামনে থেকে ভারত যদি প্রতিবেশি রাষ্ট্র হিসেবে তাদের নীতি ও পলিসির পরিবর্তন না করে তাহলে ভারতের ব্যাপারে আমাদেরকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।

মিডিয়া ব্রিফিংয়ে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, আমরা বন্ধু চাই, ভারতের দাসত্ব চাই না। আমরা মিত্রতা চাই কিন্তু অধিনতা, মিত্রতা চাই না। তিনি বলেন, ভারতের অপকর্ম, অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ। ভারতের যে কোন আগ্রাসন এদেশের জনগণ জীবন ও রক্ত দিয়ে প্রতিহত করতে প্রস্তুত। ভারতকে আর ছাড় দেয়া হবে না। - প্রেস বিজ্ঞপ্তি