News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

ইসলাম দেশ ও মানবতার মুক্তির জন্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- পীর সাহেব চরমোনাই

রাজনীতি 2024-12-07, 11:45pm

pir-saheb-of-charmonai-inaugurating-a-three-day-islami-conference-at-sylhet-aliah-madrasah-ground-on-saturday-9b408aaf5f67bd9b986ce707e8cea1761733593530.jpg

Pir Saheb of Charmonai inaugurating a three-day Islami Conference at Sylhet Aliah Madrasah ground on Saturday.



ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলাম দেশ ও মানবতার মুক্তির লক্ষ্যে দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ভারতের দেশবিরোধী কর্মকান্ড বাংলাদেশের সবপর্যায়ের মানুষকে ঐক্যবদ্ধ করে দিয়েছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে ভারত কেন পৃথিবীর কোন পরাশক্তিই আমাদের দমাতে পারবে না। দলমত নির্বিশেষে দেশের প্রশ্নে আমরা একবদ্ধ থাকবো।

সিলেট আলীয়া মাদরাসা মাঠে ৩দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল মজিদ, মাওলানা নুরুল ইসলাম, শায়খুল হাদিস মাওলানা মোস্তফা কামাল, মাওলানা মুফতি আবুল হাসান। তিনি আরো বলেন, আমাদের সুন্দর শান্ত দেশটাকে অশান্ত করতে, দেশের অগ্রগতিকে রুখে দিতে, সুন্দর আগামীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে, ভ্রাতৃত্ব পূর্ণ ও সৌহার্দ্যময় পরিবেশকে রক্তাক্ত করতে, একদল দেশদ্রোহী আগুনে ঘি ঢালার কাজ করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের আপামর জনতা কখনো এদেরকে বাংলার মাটিতে ঠাঁই দেবে না, অতীতে যেভাবে বিতাড়িত করেছে, আগামীতেও করবে ইনশাআল্লাহ।

পীর সাহেব চরমোনাই বলেন, ‘যারা মাহফিলে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখিরাতের খেয়াল-ধ্যান অন্তরে জায়গা দেন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব ভাব বের করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে। সদাসর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর অলি হয়ে আলিয়া মাঠ থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিতে হবে। দুনিয়াবি উদ্দেশ্যে নয়, বরং পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই এই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন। - প্রেস বিজ্ঞপ্তি