News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

খেলাফত আন্দোলনের ১৫ দফা প্রস্তাবনা; পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি

রাজনীতি 2025-01-11, 9:57pm

bangladesh-khelafat-andolan-on-saturday-placed-its-15-point-proposal-for-reform-of-the-state-at-an-opinion-exchange-meeting-at-the-national-press-club-08f1ad9f4cb272d5eccd3df04f06f7f31736611034.jpg

Bangladesh Khelafat Andolan on Saturday placed its 15-point proposal for reform of the state at an opinion exchange meeting at the National Press Club. 2025-01-11



রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে কুরআন ও হাদীসের শিক্ষাকে রাষ্ট্র সংস্কারের মুল ভিত্তি নির্ধারণ, রাষ্ট্রীয় নীতিমালার ভিত্তি হিসেবে কুরআন ও সুন্নাহকে গ্রহণ, সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহীম সংযোজন, ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুন:স্থাপন, সুদমুক্ত অর্থব্যবস্থা প্রবর্তন, শিক্ষার সকল স্তরে কুরআন ও সুন্নাহ ভিত্তিক পাঠ্যক্রম অন্তর্ভুক্তি, বিচার বিভাগের পৃথকীকরণ ও বিজ্ঞ মুফতীদের সমন্বয়ে বোর্ড গঠন করে পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠা,  মদীনা সনদের আলোকে জাতীয় এক্য ও সংহতি প্রতিষ্ঠা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নৈতিকতার ভিত্তিতে বিদেশি রাষ্ট্রগুলোর সাথে কুটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন, জাতীয় প্রতিরক্ষার জন্য পনের হতে চল্লিশ বছরের সকল সক্ষম নাগরিককে সামরিক প্রশিক্ষণ প্রদানসহ ১৫ দফা প্রস্তাবনা পেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

আজ শনিবার (১১ জানুয়ারি ২০২৫ ) বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মিয়া হলে “রাষ্ট্র সংস্কারে খেলাফত আন্দোলনের প্রস্তাবনা” শীর্ষক মতবিনিময় সভায় লিখিত প্রস্তাবনা পেশ করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন।

খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারি  মোফাচ্ছির হোসাইনের  সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান রহমান হামিদী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান, খেলাফত আন্দোলনের  যুগ্ম মহাসচিব মোঃ রোকনুজ্জামান রোকন, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি,  প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা তাওহিদুজ্জামান,  তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমান,   ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী আবুল হাসান কাসেমী, মুফতী মাহফুজ মুসলেহ প্রমূখ।

সভায়,  পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা, বৈদেশিক আমদানি সংকোচন ও আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, কৃষকদের বিনা সুদে ঋণ প্রদান, বেকার সমস্যা সমাধান, পৃথক পুলিশ কমিশন গঠন, জনপ্রশাসনে শৃংখলা আনয়নে বিভিন্ন প্রস্তাবনা পেশ করা হয়।