News update
  • BNP delegation meets ex-US assistant secretary Robert Destro     |     
  • Sheikh Hasina's incitement to blame for overall situation: Jamaat Ameer     |     
  • Brahmaputra ferry crisis deepens for poor navigability in Kurigram     |     
  • Sudha Sadan, Sheikh Hasina’s house, set afire in frenzy      |     
  • Dhanmondi 32 residence demolished with bulldozer     |     

সার্বিক পরিস্থিতির জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানিই দায়ী: জামায়াত আমির

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-02-06, 7:04am

img_20250206_070520-d50b593e9246d1e2ae633f61cf91b6f11738803935.png




রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। এর আগে বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয়া  হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে সামনে এসে জড়ো হতে শুরু করেন ছাত্র-জনতা। এ পরিস্থিতিকে ইঙ্গিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানিই মূলত দায়ী। 

তিনি বলেন, মনে রাখতে হবে শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষকে অন্তরে ধারণ করে না। এটি তার ঘৃণিত স্বভাব। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

এদিকে ধানমন্ডি-৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে কয়েক হাজার ছাত্রজনতা অবস্থান করছেন। আর ভবনের ভেতরে আগুন জ্বলছে। এর মধ্যে দিয়েই বুলডোজার দিয়ে ভবন ভাঙার কাজ শুরু করেছে ছাত্রজনতা। একই সঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। এককথায় পুরো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ধানমন্ডি-৩২ এলাকায়।

এর আগে রাত ৮টার সময় গেট ভেঙে বাড়ির ভেতরে ঢুকেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কথা থাকলেও শিক্ষার্থীরা নিজ হাতেই ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। বাড়িটির মধ্যে থাকা বঙ্গবন্ধুর মোড়ালটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে। চ্যানেল ২৪।