News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

অরাজকতা ও নৈরাজ্য প্রতিরোধে সরকারকে জনআস্থার পরিচয় দিতে হবে

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

রাজনীতি 2025-02-08, 12:13pm

saiful-huq-general-secretary-biplabi-workers-party-adressing-a-meeting-of-representatives-of-dhaka-city-unit-of-the-party-on-friday-cd566cee76b0665407fc0e7d05758f1d1738995209.jpeg

Saiful Huq, general secretary, Biplabi Workers Party adressing a meeting of representatives of Dhaka City Unit of the party on Friday.



বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন অন্তর্বর্তী সরকারকে জনআস্থার মর্যাদা দিতে হবে।সরকার হিসাবে তারা দূর্বল ও অকার্যকর - এরকম ধারণা  বাড়তে থাকলে  তাদের সফল হবার সম্ভাবনা কমে যাবে।অরাজকতা ও সামাজিক নৈরাজ্য প্রতিরোধে তারা যদি দৃঢ়তার পরিচয় দিতে না পারেন তাহলে রাজনৈতিক দল ও জনগণের সমর্থন থাকা স্বত্বেও তারা গণতান্ত্রিক উত্তরণে নেতৃত্ব প্রদানে ব্যর্থ হবেন। গত দুই দিনে ঢাকাসহ দেশব্যাপী সংগঠিত অরাজক পরিস্থিতিতে এই ধারণা আরও প্রবল হয়েছে। তিনি বলেন  অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনায় দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিতে হবে। 

তিনিবলেন, শেখ হাসিনার  উসকানির ফাঁদে  জড়িয়ে পড়লে  অনভিপ্রেত  অস্থিতিশীল পরিস্থিতিতে একদিকে বহুমুখী ষড়যন্ত্রের শক্তি শক্তিশালী হবে,আর অন্যদিকে গণঅভ্যুত্থানের অর্জন হাত ছাড়া হয়ে যাওয়ার ঝুঁকিও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার  প্রদত্ত বক্তব্যে ছাত্র শ্রমিক জনতার গণহত্যা ও তার ষোল বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের আমলে সংঘটিত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা দূরের কথা কোন ধরনের অনুশোচনা পর্যন্ত নেই, বরং তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রকারান্তরে  উসকানি সৃষ্টির চেষ্টা করেছেন।

তিনি বলেন , পতিত  আওয়ামী ফ্যাসিবাদী শক্তির উসকানি ও নাশকতা সৃষ্টির অপতৎপরতা মোকাবেলায় ছাত্র জনতা ফ্যাসিস্টদের পথ অনুসরণ করতে  পারেনা। এই ধরনের কর্মকান্ড  একদিকে সামাজিক নৈরাজ্যেরই বিস্তার ঘটাবে, আর অন্যদিকে গণঅভ্যুত্থানের অংশীজন ও জনগণের মধ্যে  ঐক্যের পরিবর্তে  আরও বিভক্তি ও বিভাজন তৈরী করবে।

সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। 

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন 

মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,  মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মোঃ সালাউদ্দিন মিয়া, মীর রেজাউল আলম, এডভোকেট ফায়েজুর রহমান মনির, বাবর চৌধুরী, জামাল সিকদার   হোসেন খান, রাজেস খান,মোহাম্মদ মিলন,জামিলুর রহমান ডালিম, আরিফুল ইসলাম, সাজ্জাদুল করিম আলভী প্রমুখ। 

সভায় আগামী ১৫ ফেব্রুয়ারী পার্টির ঢাকা মহানগর কমিটির সমাবেশ সফল করতে সবার প্রতি আহবান জানান। - প্রেস বিজ্ঞপ্তি