News update
  • Independence Day parade planned in all districts sans Dhaka     |     
  • 32 Dead as US Storm Brings Tornadoes and Wildfires     |     
  • UNRWA Situation Report #163 on Crisis in Gaza and West Bank     |     
  • Israeli Airstrike Kills 9 in Gaza Amid Ceasefire Disputes     |     

বিএনপির দেশব্যাপী সমাবেশ আজ থেকে শুরু

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-02-12, 8:20am

bnp_flg_-e8c047e6d9a14adb1c20b8437692154f1739326807.jpg




দেশব্যাপী সমাবেশ করবে বিএনপি। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। শুরু হচ্ছে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে।

দলটির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, খুলনায় দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, লালমনিরহাটে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিরাজগঞ্জে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ব্রাহ্মণবাড়িয়ায় দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুনামগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, পটুয়াখালীতে চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেল আলাল সামবেশে যোগ দেবেন।

বার্তায় আরও বলা হয়েছে, বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক ও সহসাংগঠনিক সম্পাদকরা সহযোগী সমন্বয় করবেন। এ ছাড়া জাতীয় নির্বাহী কমিটির সব নেতা নিজ নিজ জেলার কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচি সফল করতে সর্বাত্মক সহযোগিতা করবেন নেতারা। এনটিভি।