News update
  • Dhaka 3rd most polluted city in the world Tuesday morning     |     
  • 5 DB policemen of RMP suspended over 'abduction', 'ransom'     |     
  • Broken CCTV network leaves Feni vulnerable to rising crimes     |     
  • Home Ministry dismisses state of emergency as 'gossip'     |     
  • Army chief gives financial help to martyr Abu Sayed’s family     |     

বিএনপিসহ চারটি দলের ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-03-23, 7:51pm

retewt344234-3bed2326e4d9d91dd1f80744005a45181742745614.jpg




জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার বিষয়ে নিজ নিজ প্রস্তাবনা জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)।

আজ রোববার (২৩ মার্চ) দুপুরে শেরে বাংলানগরে সংসদ ভবনের এলডি হলে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে নিজেদের মতামত জমা দেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের নেতৃত্বে ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে দলটি।

এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) আজ ঐকমত্য কমিশনে সংস্কার বিষয়ক প্রস্তাবনা জমা দেয়। দল দুটির হয়ে প্রস্তাবনা জমা দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং বাসদের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানার নেতৃত্বে প্রতিনিধিদল।

এর আগে সকালে সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

এ সময় ঐকমত্য কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। এ পর্যন্ত  লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি),  খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে আলোচনা করেছে কমিশন। ঈদের পরে পর্যায়ক্রমে বাকি দলগুলোর সঙ্গে আলোচনায় অংশগ্রহণের কথা রয়েছে।