News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

শবে কদর: মুসলিম সম্প্রদায়ের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-03-26, 8:49pm

r43543534-7f4d740b433d41cb1d5da2b822dcedea1743000545.jpg

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি সংগৃহীত



বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র শবে কদরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেইসঙ্গে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

বাংলাদেশ সময় বুধবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এই বার্তা দেন তারেক রহমান।

পোস্টে তিনি লিখেন, ‘লাইলাতুল কদর একটি জ্যোতির্ময় মহিমান্বিত রাত। এ রাতের তাৎপর্য অপরিসীম। মাহে রমজানের এই রাতে নাজিল হয়েছিল পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন। পবিত্র এই গ্রন্থ মানবজাতির জন্য পাঠানো হয়েছিল আলোর দিশারী হিসেবে। মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করার আল্লাহর নির্দেশ পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘রমজানে ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী সিয়াম সাধনায় নিজেদের জীবনকে পুত-পবিত্র এবং সুন্দরতম করে গড়ে তোলার প্রশিক্ষণ নিয়ে শবে কদরের রজনীতে আল্লাহর অনন্ত অসীম রহমতের দ্বারা পূর্ণতা লাভ করে। এই পবিত্র রজনীতে আল্লাহর ইবাদতে মশগুল মোমিন মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ায় ব্যস্ত থাকবেন।’

দেশ ও জনগণের কল্যাণের জন্য, মুসলিম উম্মাহর অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা জানান তারেক রহমান। তিনি লিখেন, ‘আমাদের ওপর তাঁর অশেষ করুণা বর্ষিত হোক।’