News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-03-29, 7:38pm

53534536-164033bdb68d4899e10ac7f95c2f9f721743255506.jpg




সারা বিশ্বের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোম বা মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হতে যাচ্ছে। দীর্ঘ প্রায় ১৬ বছর পর ‘স্বস্তিতে’ ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন বিএনপি নেতারা। তবে ঈদকে কেন্দ্র করে জনসংযোগের সুযোগ থাকলেও এবার ঈদে ঢাকাতেই থাকছেন দলটির অধিকাংশ সিনিয়র নেতা। অনেকেই ঈদের পরদিন নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাবেন বরে জানা গেছে।

প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরের নামাজের পর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করা হবে। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে দলটির নেতারা শুভেচ্ছা বিনিময় করবেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। এবার ঈদ তিনি লন্ডনে ছেলের বাসাতেই করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে এবার মা খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্য নিয়ে ঈদ উদযাপন করবেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের নামাজ ঢাকায় আদায় করবেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ঢাকায় ঈদের নামাজ পড়বেন। আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমানও ঈদ করছেন ঢাকায়। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান লন্ডনে ঈদ করবেন।

গত বছর বিদেশে ঈদ করলেও এবার স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকায় ঈদ উদযাপন করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে জানান, প্রায় সবাই এবার ঢাকায় ঈদ করবেন। ঈদের পরদিন মহাসচিব নিজ এলাকা ঠাকুরগাঁও যাবেন। তিনি বলেন, ঈদের নামাজের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন বিএনপির সিনিয়র নেতারা। এছাড়া প্রধান উপদেষ্টার শুভেচ্ছা অনুষ্ঠানে যোগ দিবেন মহাসচিবসহ অনেকেই।