News update
  • Global Food Prices Rose in April: FAO     |     
  • Will Cumilla’s long abandoned airport surge back to life     |     
  • Expanding Bangladesh-Afghanistan Trade Prospects     |     
  • End misuse of police, ensure pol neutrality: Noted Citizens     |     
  • Decision on corridor must come from Parliament: Tarique     |     

সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার সমন্বয়ের আহ্বান নাহিদের

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-05-02, 1:27pm

e70db3fe07d4b14864615f2e6d8d8523de46d17482bf9075-51e4da10405ae9fa747ed45e551714791746170867.jpg




সংস্কার, নির্বাচন ও গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার-এই তিনটি বিষয়ে সরকারকে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আমার বাংলাদেশ (এবি) পার্টির  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার এই তিনের সমন্বয়ের অন্তর্বর্তী সরকারকে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে। জনগণ তাদের মতামত জানিয়েছে।’ 

আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিকতা হারিয়েছে দাবি করে তিনি বলেন, ‘একই সঙ্গে অন্য দলগুলোকে দেশের জনগণের কাছে তাদের রাজনৈতিক আস্থা ফিরিয়ে আনতে হবে।’

এ সময় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, ‘দ্বিমতের বিষয় থাকলে জনগণের কাছে যেতে হবে। তাই অন্তর্বর্তী সরকারকে সমষ্টিক বিষয় মাথায় নিয়ে জাতীয় স্বার্থে নির্বাচন দিতে হবে।’

জনগণের রায় নিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এবি পার্টি অতীতের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করছে দাবি করে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘পারিবারিক রাজনীতি থেকে বেরিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করার সময় এখন। সেই আলোকে এবি পার্টি নতুন বাংলাদেশ গড়তে চায়।’

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতি করতে চায় এবি পার্টি।’