News update
  • Leaders Gather with Xi at SCO Summit in Tianjin     |     
  • UN General Assembly Urged to Move to Geneva Amid Visa Denials     |     
  • Flotilla with Greta Thunberg on board sets sail for Gaza     |     
  • Hamas spokesman Abu Obeida killed in Gaza, Israel says     |     
  • About 80pc of judicial reform programme implemented: CJ     |     

করিডোর দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-05-18, 7:08am

img_20250518_000326-c3d55f336cd4c20f89b8bcfe44a46e261747530509.jpg




করিডোর দেওয়ার বিষয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৭ মে) রাতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, সরকার শহীদদের তালিকার চূড়ান্তের চেয়ে বিদেশিদের কাছে করিডোর দেওয়ার বিষয় বেশি প্রধান্য দিচ্ছে। অন্তর্বর্তী সরকার নয়, করিডোর ও বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। 

তিনি বলেন, ১০ মাসেও জুলাই বিপ্লবের শহীদ ও হতাহতদের চূড়ান্ত তালিকা দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। তাই মানুষের মধ্যে এই সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সরকার উদাসীন নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকারের ভেতরে এবং বাইরে এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। সরকার জনগণের ভাষা, আশা-আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। 

তিনি আরও বলেন, অস্থিরতা এভাবে বাড়তে থাকলে এই সরকারের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে তাদের সক্ষমতা সম্পর্কে আরও সতর্ক থাকতে হবে।

তারেক রহমান বলেন, বিএনপি শুরু থেকেই সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ দেওয়ার কথা বললেও সরকার তাতে সাড়া দেয়নি। বরং নির্বাচনের সুনির্দিষ্ট দিন-তারিখের ঘোষণার দাবিকে সুকৌশলে সংস্কারের অভিনব বেড়াজালে আটকে দিয়েছে।

এ অবস্থায় পরিস্থিতি অযথা ঘোলাটে না করে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে ড. ইউনূসের সরকারের প্রতি আহ্বান জানান তিনি।