News update
  • 5 killed when bus plunged in Laxmipur canal     |     
  • Dhaka loses $1.48 bn annually in remittance outflows: NALA     |     
  • 2 killed as bus hits CNG near Hanif Flyover, Jatrabari     |     
  • Fourth-Generation Nuclear Survivor Urges Global Justice     |     
  • Coast Guard project revised to fill facility, logistics gaps     |     

ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে: ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-06-21, 5:53pm

img_20250621_175320-1ffd6c0428566d7b1290e3a808771c5a1750506818.jpg




ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২১ জুন) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিগত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। এখন সবাই মিলে দেশ গঠনে পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে, যা দেখে মন খারাপ হয়েছে। ফ্যাসিস্টরা কি পরিমাণ টাকা লুট করেছে তা প্রমাণ হয়ে গেছে। 

বিএনপির মহাসচিব বলেন, ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচনব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, আমলাতন্ত্র- সব ধ্বংস করে দিয়েছে। সেগুলোকে ঠিক যায়গায় নিয়ে যেতে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার।

ফখরুল বলেন, গত ১০ মাসে দেশে যেসব ঘটনা ঘটেছে, তাতে সন্দিহান হয়ে পড়েছিলাম। কিন্তু অত্যন্ত আশ্বস্ত হয়েছি, যখন ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে কতগুলো বিষয়ে একমত হয়েছে। 

তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময় বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। প্রথমিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সফল হয়েছি। এখন সবাই মিলে দেশ গঠনে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সময় দেশকে নুতন করে তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে বলেও জানান বিএনপি মহাসচিব।

আরটিভি