News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

বাংলাদেশ মুসলিম লীগের ১০১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাজনীতি 2025-06-26, 9:58pm

adv-mohsin-rashid-president-and-kazi-abul-khair-secrretary-geenral-of-bangladesh-muslim-league-_11zon-b9043c9042ddbb1e385a12aac1a03c7a1750953496.jpg

Adv Mohsin Rashid, President and Kazi Abul Khair, secrretary geenral of Bangladesh Muslim league.



গত ১০ই মে ২০২৫ রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর কাউন্সিল হলে অনুষ্ঠিত কাউন্সিলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সার্ক ল` ফোরামের সেক্রেটারি এ্যাড. মহসীন রশিদ বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ কাজী আবুল খায়ের টানা চতুর্থ বারের মত মহাসচিব নির্বাচিত হন। কাউন্সিলরবৃন্দ দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে সভাপতি ও মহাসচিবের উপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করেন।

এর আলোকে আজ (২৬ জুন, ২০২৫) ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দলীয় সভাপতি ও মহাসচিব সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৫-২৭ মেয়াদের জন্য ঘোষিত কমিটির সদস্যবৃন্দ হলেন: সর্ব জনাব সভাপতি-এ্যাড. মহসীন রশিদ, মহাসচিব-কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য-ওয়াজির আলী মোড়ল, আকবর হোসেন পাঠান, সৈয়দ মো. আব্দুল হান্নান নূর, ইঞ্জি. গিয়াস উদ্দিন আহম্মদ চৌধুরী, মাওলানা জহুরুল আনোয়ার, শেখ এ সবুর, রোটারিয়ান এম এ মতিন, শেখ মো. আবু জাফর।

সহ সভাপতি- সাবেক এম.পি অধ্যাঃ খলিলুর রহমান, কাজী আশফাক, এম.এম ইসলাম, মোহাম্মদ আলমগীর চৌধুরী, মোঃ হাসমত উল্ল্যাহ, মোঃ ওয়াহিদুজ্জামান, মাওলানা রফিকুল ইসলাম, মুহাম্মদ রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু, কাজী নাজমুল হাসান সেলিম। অতিরিক্ত মহাসচিব- (প্রশাসন) কাজী এ.এ কাফী, (সংগঠন) মো. মাকসুদুর রহমান, (কর্মসূচী) ব্যারিস্টার মো. শফিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক: ঢাকা-অধ্যক্ষ হাসানুজ্জামান মাসুদ, চট্টগ্রাম-মাহবুবুর রহমান ভূঁইয়া, খুলনা-অধ্যাপক সবুর খান, রাজশাহী-আমির হোসেন সরকার (তোতা মাষ্টার), সিলেট-মহসিন আলম, রংপুর-খাইরুল আলম, ময়মনসিংহ-মামদুদুর রহমান খান, বরিশাল-আব্দুল কুদ্দুছ মোল্লা। কোষাধ্যক্ষ-রফিকুল ইসলাম কাজল, প্রচার-মামুনুর রশীদ, দপ্তর- মোজাক্কের বারী, মহিলা সম্পাদিকা-হেলালী জাহান, আইন ও সংসদ-সজিব ভূঁইয়া, আন্তর্জাতিক-মো. মুঞ্জুরুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি-হাফেজ মো. নুর আলম, শ্রম-মো. আনিছুর রহমান, তথ্য ও প্রযুক্তি-অধ্যাপক মুস্তাফা শামীম আল্ যুবায়ের, প্রকাশনা-মো. আকরাম হোসেন, সমাজ কল্যাণ-মো. আলী জিন্নাহ, শিল্প ও বাণিজ্য-মো. মাসুদ রানা, যুব ও ক্রীড়া-মো. শফিকুল ইসলাম জাভেদ, স্বাস্থ্য ও জনসংখ্যা-নজরুল ইসলাম, ধর্ম-ক্বারী ইমরান হোসেন, কৃষি-শেখ মাহমুদুল হাসান, শিক্ষা-মতিউর রহমান পাঠান, ত্রাণ ও পুনর্বাসন- এমদাদুল ইসলাম রায়হান। নির্বাহী সদস্য-মোঃ লিয়াকত আলী, আমিনুল ইসলাম খান বকুল, তাজুল ইসলাম, মশিউর রহমান কায়েশ, মিঞা মোঃ আল আমিন, সোনাভান বেগম, কাজী লুৎফর রহমান, মো. মাহমুদুল হাসান আরমান, মোহাম্মদ আফজাল ওয়ারসি, কাজী আব্দুর রহিম শাহেদ, দাউদ ইসলাম, গাজী রেজাউল করিম রানা, ইঞ্জি. সৈয়দ আনিসুর রহমান আমান, সাখাওয়াত হোসেন বিপুল, আজিজুর রহমান, আনসার আলী, মোঃ ফয়েজ মিয়া, মো. এরশাদ, মো. শহীদ, আল মামুন, কাজী মো. আখতারুজ্জামান, ঊষং প্রু মারমা, লাভলী আক্তার, গোলাম রব্বানী সোহেল, শেখ নাছির আহমেদ, বিকাশ শর্মা, ইসনাত জাহান নাজমা, আবু জাফর বিশ্বাস, মো: কাশেম আলী, এমরান হোসেন, তাজুল ইসলাম তাজু, অ্যাড. এম আবুল আব্বাস কাদেরী, মুহাম্মদ সরওয়ার হোসেন, মুহাম্মদ শফিকুর রহমান, আল আমিন মৃধা, রাজিয়া ইসলাম, মো. জসীমউদ্দিন খান, আকরাম হোসেন খান, কামরুল ইসলাম, এ্যাড শাহাবুদ্দিন হোসেন (বাপ্পী), মো. জাহাঙ্গীর হোসেন, মো. মাসুদুর রহমান, এ্যাড. খান মনিরুজ্জামান, মোল্লা আলী আহমেদ, মাহমুদুল ইসলাম ইমন, মো. সোলায়মান, মো. শহীদুল্লাহ পাটোয়ারী, মো. মজিবুর রহমান, খাজায়েনূর মোহাম্মদ মোস্তফা, মো. রফিকুল ইসলাম। নির্বাহী সভাপতি ও দুইজন সহ-সভাপতির নাম পরে ঘোষণা করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়াও দলীয় সাবেক সভাপতি ও সাবেক এম.পি এ্যাড. বদরুদ্দোজা সুজাকে প্রধান উপদেষ্টা মনোনীত করে ২৩সদস্য বিশিষ্ঠ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। - প্রেস বিজ্ঞপ্তি