News update
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     

জুলাই শহীদদের নামে সারা দেশে বিএনপির বৃক্ষরোপণ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-07-21, 8:02am

afb87a942e0d06a12a81525e4e51b1161120b50578e9a73c-e07079e613a94f2729a9666407b52c941753063347.jpg




২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে প্রতি শহীদের নামে একটি করে বৃক্ষরোপণ করেছে বিএনপি।

রোববার (২০ জুলাই) রাজধানীর জিয়া উদ্যানে নিম গাছ রোপণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে বিএনপি ৩৬ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে ‘সবুজে পল্লবে স্মৃতিতে অম্লান’ স্লোগানে জুলাই শহীদদের নামে দেশব্যাপী ১০ লাখ নিম গাছ রোপণের কর্মসূচি পালন করা হয়।

এ সময় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা সরকার তৈরির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। নির্বাচিত ওই সরকার শহীদদের মূল্যায়ন করবে, মর্যাদা দেবে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে শহিদদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। তারা তাদের সন্তানের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন।

অনুষ্ঠানে জুলাহ-আগস্টের আন্দোলনে শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন, শহীদ গোলাম নাফিসের বাবা গোলাম রহমান, শহীদ শাফাওয়ান আক্তারের বাবা আক্তারুজ্জামান লিটন, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান বক্তব্য দেন। তারা বৈষম্যমুক্ত বাংলাদেশ তৈরি করার প্রত্যাশা জানিয়ে শহীদ পরিবারের পাশে থাকার অনুরোধ জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি নেতাদের মধ্যে দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জুলাই স্মৃতি উদ্‌যাপন কমিটির সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোর্শেদ হাসান খান বক্তব্য দেন। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কৃষক দলের সভাপতি হাসান জাফির।

অনুষ্ঠান শেষে জিয়া উদ্যানে জুলাই শহীদদের নামে প্রায় ১০০ গাছ লাগানো হয়। প্রতিটি গাছে শহীদের নামফলক ঝুলিয়ে দেয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’ ও কৃষক দলের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশে তারা দশ লাখের মতো গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে।