News update
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     

মধ্যরাতে হাসপাতালে নেয়ার পর কী অবস্থা খালেদা জিয়ার?

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-07-24, 7:59am

cbe6f87bd35e3ba1c83f6e32c5c94a79e3a337912c2727d7-04b4e42a024132fc7fdfe97e13c8e3671753322378.jpg




মধ্যরাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। লন্ডনে চিকিৎসা নিয়ে ফেরার পর দ্বিতীয়বার তার স্বাস্থ্য পরীক্ষা করা হলো।

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ১ টায় স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের ফিরোজা থেকে বেগম জিয়া বের হন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে।

লন্ডনে চিকিৎসা নিয়ে ফেরার পর দ্বিতীয়বারের মতো পুলিশি প্রটোকলে বনানী হয়ে এগিয়ে যায় বেগম জিয়ার গাড়ি বহর। সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। যোগ দিয়েছিলেন বেশ কয়েকজন নেতাকর্মীও।

দেড়টার দিকে এভারকেয়ারে পৌঁছান খালেদা জিয়া। এরপর একঘণ্টা ধরে চলে তার স্বাস্থ্য পরীক্ষা।

পরে আড়াইটার দিকে আবারও বেগম জিয়া রওনা দেন তার বাসভবন ফিরোজার উদ্দেশ্যে। তিনটার দিকে হাসপাতাল থেকে বাসায় পৌঁছান তিনি।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান বেগম খালেদা জিয়া। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে নেয়া হয় ছেলে তারেক রহমানের বাসায়। সেখান থেকে প্রায় ৪ মাস পর, গত ৫ মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন।