News update
  • US to Pause Immigrant Visas for 75 Countries Including Bangladesh     |     
  • 11-Year Run of Record Global Heat Continues: UN Agency     |     
  • Gaza Ceasefire Not Enough as Children Continue to Die     |     
  • Bangladesh Sets Guinness Record With 54 Flags Aloft     |     
  • Gambia Tells UN Court Myanmar Turned Rohingya Lives Hell     |     

ডাকসু নির্বাচন: ভিপি-জিএস প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দেবেন

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-09-09, 8:54am

69e55d09ff3687437709a5aa92e4eb7315c2b458df5f941d-0c59ed99007f5984784b137561fa95a11757386453.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ভিপি (সহ-সভাপতি), জিএস (সাধারণ সম্পাদক) ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে প্রতিদ্বন্দ্বীদের দিকেই সবচেয়ে বেশি নজর শিক্ষার্থীদের। ভোটের দিন তারা নিজেরা কোন কেন্দ্রে ভোট দেবেন, তা নিয়ে কৌতূহল শিক্ষার্থীদের মধ্যেও কম নয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভিপি প্রার্থীরা

ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) ভোট দেবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েমও (বঙ্গবন্ধু হল) ভোট দেবেন একই কেন্দ্রে।

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী উমামা ফাতেমা (সুফিয়া কামাল হল) ভোট দেবেন ভূ-তত্ত্ব বিভাগ কেন্দ্রে।

বাগছাস সমর্থিত প্রার্থী আব্দুল কাদের (বিজয় একাত্তর হল) ভোট দেবেন সিনেট ভবনে।

ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেলের বিন ইয়ামীন মোল্লা (স্যার এ এফ রহমান হল) ভোট দেবেন সিনেট ভবনে।

বামজোটের প্রতিরোধ পর্ষদের শেখ তাসনিম আফরোজ ইমি (শামসুন নাহার হল) ভোট দেবেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’র ইয়াছিন আরাফাত (বঙ্গবন্ধু হল) ভোট দেবেন উদয়ন স্কুল কেন্দ্রে।

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’র জামালুদ্দীন মুহাম্মদ খালিদ (কবি জসীম উদদীন হল) ভোট দেবেন উদয়ন স্কুল কেন্দ্রে।

স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন (ইংরেজি বিভাগ, বিজয় একাত্তর হল) ভোট দেবেন সিনেট ভবনে।

জিএস প্রার্থীরা

ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামিম এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এস এম ফরহাদ— দুজনেই ভোট দেবেন উদয়ন স্কুল কেন্দ্রে।

বাগছাস সমর্থিত আবু বাকের মজুমদার এবং বামজোটের মেঘমল্লার বসু ভোট দেবেন শারীরিক শিক্ষা কেন্দ্রে।

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের আল সাদি ভূঁইয়া ভোট দেবেন উদয়ন স্কুল কেন্দ্রে।

ছাত্র অধিকার পরিষদের সাবিনা ইয়াসমিন ভোট দেবেন টিএসসি কেন্দ্রে।

ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্রার্থী খায়রুল আহসান মারজান ভোট দেবেন শারীরিক শিক্ষা কেন্দ্রে।

আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান এবং আরেক স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী ভোট দেবেন উদয়ন স্কুল কেন্দ্রে।

ডাকসুর এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ জন। প্রতিটি ভোটার কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদে ভোট দিতে পারবেন।