News update
  • US Issues Travel Alert for Bangladesh Ahead of Election     |     
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     

আওয়ামী লীগের মতো যাতে পালিয়ে যেতে না হয়

বিএনপি নেতাকর্মীদের সতর্ক করলেন এবিএম মোশাররফ

রাজনীতি 2025-11-02, 10:44pm

bnp-leader-abm-shahjahan-addressing-a-juba-dal-rally-at-kalapara-on-sunday-2-november-2025-393c97a230a710b003947f125aa03a3b1762101894.jpg

BNP leader ABM Shahjahan addressing a Juba Dal rally at Kalapara on Sunday 2 November 2025.



পটুয়াখালী: বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, 'আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধসহ সকল জাতিসত্ত্বাকে নিয়ে আগামীর বাংলাদেশকে গড়তে চাই। যে বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবেনা। এ কারণে তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সকল দলের অংশগ্রহনে একটি পার্লামেন্ট গঠিত হবে।' জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলাপাড়া উপজেলা ও পৌর শাখা যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ রোববার শেষ বিকেলে কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকার দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন প্রমূখ। নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এবিএম মোশাররফ হোসেন তাঁর বক্তব্যে আরও বলেন, 'গত ১৭ বছর আন্দোলন করতে গিয়ে বিএনপির ২০ হাজার নেতা-কর্মী হত্যার শিকার হয়েছে। বিএনপি নেতা-কর্মীদের নামে ৬০ লক্ষ মামলা হয়েছে।' এসময়

যুবদল, ছাত্রদল ও বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় বিএনপির এ নেতা বলেন, 'এ দেশের জনগণের ওপর জুলুম-নির্যাতন করার কারণে শেখ হাসিনা ফ্যাসিষ্ট হয়েছিলেন। সে জন্য গনআন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আওয়ামী লীগের মত যাতে পালিয়ে যেতে না হয় সে জন্য বিএনপি নেতা-কর্মীদের সবাইকে সতর্ক থেকে কাজ করতে হবে। আমরা জনমানুষের জন্য ভালো কাজগুলো করে জনমানুষের মন জয় করে আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে চাই।'

আগামীর নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, 'কলাপাড়ায় আমার নির্বাচনী আসনে আসলে কেবল শুনতে পাই পাখা মার্কায়, দাড়ি পাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। এসব কথা যাঁরা বলে তাঁরা অসত্য বলে এবং ধর্মকে ব্যবহার করে ভোট পেতে চায়। বেহেশতে যাওয়ার এমন আশ্বাস দিয়ে বিশেষ রাজনৈতিক দল জনগণকে শুধুই ধোকা দিচ্ছেন।'

আওয়ামী লীগের যাঁরা অন্যায় করেনি তাঁদের কথা উল্লেখ করে এবিএম মোশাররফ হোসেন বলেন, কলাপাড়ার যেসব আওয়ামী লীগ নেতা নির্দোষ, তাঁদের ওপর কোনোভাবেই জুলুম করা যাবেনা। তাঁরা যেন নিরাপদে বসবাস করতে পারে সে জন্য বিএনপির এ কেন্দ্রীয় নেতা বিএনপি সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। - গোফরান পলাশ