News update
  • TIB for polls manifesto vows to curb misuse of powers and religion     |     
  • Khaleda now not fit for travelling: Medical Board     |     
  • Panchagarh records lowest temperature 10.5°C so far this year      |     
  • Christmas returns to Bethlehem after two years of Gaza war     |     
  • কলাপাড়া মুক্ত দিবসে এবার সাড়া নেই কার     |     

এক জেলায় কোনো আসনেই প্রার্থী দেয়নি বিএনপি

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-11-04, 9:13am

img_20251104_091151-ac1d8c4e13372fe9adfd6bb4483e4a641762226007.jpg




আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। তবে ৬৪ জেলার মধ্যে ২৬টির সবকটি আসনে প্রার্থী দেওয়া হলেও ৩৮টি জেলায় ৬৩ আসনে কোনো প্রার্থী দেওয়া হয়নি। এর মধ্যে একটি জেলায় কাউকেই মনোনয়ন দেয়নি বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রাথমিক তালিকা ঘোষণা করেন তিনি।

দলটির প্রকাশিত তালিকায় দেখা গেছে, বাগেরহাটে তিনটি আসন থাকলেও কোনোটিতে প্রার্থী দেওয়া হয়নি। তালিকায় জেলার তিনটি আসনের প্রার্থীর নামের ঘরটি খালি রয়েছে।

যদিও খালি রাখা ৬৩ আসনের মধ্যে ৪০টি জোট সঙ্গীদের দেওয়ার কথা ভাবছে দলটি। বাকি ২৩ আসনে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কেন্দ্রীয় কমিটি। সেগুলো নিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।