News update
  • Khaleda now not fit for travelling: Medical Board     |     
  • Panchagarh records lowest temperature 10.5°C so far this year      |     
  • Christmas returns to Bethlehem after two years of Gaza war     |     
  • কলাপাড়া মুক্ত দিবসে এবার সাড়া নেই কার     |     
  • One killed, two injured in attack at Ctg meeting over marriage     |     

খালেদা জিয়ার ৩ আসনে এনসিপির প্রার্থী দেয়ার বিষয়ে যা জানা গেল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-11-04, 9:02pm

b4a10672c97c84d0a404aef2b97d3367e76147b514eb20ed-5bd45450a5712810471d2063dd8390681762268578.jpg




বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিপক্ষে প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

খালেদা জিয়ার ৩ আসনে প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।

খালেদা জিয়ার ৩ আসনে প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।

মঙ্গলবার (৪ নভেম্বর) দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এমন তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, ‘আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম, বেগম খালেদা জিয়ার সম্মানার্থে তিনি যে আসনগুলোতে নির্বাচন করবেন, সেগুলোতে আমরা প্রার্থী দেবো না। তবে আমরা এই সিদ্ধান্তটি এখনো অফিসিয়ালি ঘোষণা করিনি। কিন্তু এর মধ্যেই আজকে নাসীরুদ্দীন পাটওয়ারী একটি বক্তব্যে বিষয়টি ঘোষণা করেছেন। আগামী সপ্তাহে আমরা এটি অফিসিয়ালি ঘোষণা করতে পারি।’

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ছিলেন এবং তিনি কখনোই কোনো ধরনের আপস করেননি। এই জন্য তাকে অনেক অত্যাচার এবং নিপীড়ন সহ্য করতে হয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও যাত্রাকে আমরা সম্মান করি। সেই সম্মানে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বেগম খালেদা জিয়া যে তিনটি আসনে নির্বাচন করবেন, সেগুলোতে আমরা প্রার্থী দেবো না।

এরআগে, সোমবার (৩ নভেম্বর) বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে প্রার্থী হয়েছেন খালেদা জিয়া। তবে এরআগে, ৩০০ আসনেই প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছিল এনসিপি। এছাড়া জোটে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছিল দলটি।