News update
  • No Media Faced Arson Attacks in 53 Years: Mahfuz Anam     |     
  • Janaza of six Bangladeshi peacekeepers held at Dhaka Cantonment     |     
  • Bangladesh stock market loses Tk 10,500cr in a week     |     
  • Dhaka’s air turns ‘very unhealthy’ on Sunday morning     |     
  • Project to transform N’ganj into a climate-resilient green city     |     

যথাযোগ্য মর্যাদায় ভাসানী 'র ৪৯ তম মৃত্যু বার্ষিকী পালন

রাজনীতি 2025-11-17, 10:15pm

1763395584840-01-ba330dc0329476c066d581c9cfab65191763396159.jpeg

The Socialist Front of Bangladesh observed the 49th death anniversary of Moulana Abdul Hamid Khan Bhashani on Sunday 17 November 2025.



অদ্য আলোচনা সভার শুরুতেই দোয়া - মোনাজাত করা হয় মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী 'র মৃত্যু ৪৯ তম  বার্ষিকী উপলক্ষে। 

আলোচনা সভা বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের আহ্বায়ক কাজী মোস্তফা কামাল এর সভাপতিত্বে ২৭/১১/১-এ  তোপখানায়, বাংলাদেশের স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এ এম ফয়েজ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, নয়াগণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাষ্টার এম এ মান্নান, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক এস এম হানিফুল কবির,বাংলাদেশের স্বাধীনতা পার্টির সভাপতি আবদুল গফুর মিয়া, নয়াগণতান্ত্রিক পার্টির মহাসচিব ইমরুল কায়েস, বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান।   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক সালেম সুলেরী, বাংলাদেশের সাম্যবাদী দলের যুগ্ম সাধারণ সম্পাদক এম এম উবায়দুল্লাহ, নয়াগণতান্ত্রিক পার্টির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নয়ন, ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন । বক্তাগন যমুনা সেতুর নাম ভাসানী সেতু,  পিজি হাসপাতালের নাম মওলানা ভাসানী হাসপাতাল রাখার প্রস্তাব করেন এবং মওলানা ভাসানীকে রাষ্ট্র পিতার মর্যাদা দেওয়ার আহ্বান জানান। 

বক্তারা বলেন যে, ভাসানীর ইচ্ছা অনুসারে আসাম, বিহার, ত্রিপুরা, উরিষাকে বাংলার অন্তর্ভুক্ত করার জন্য গণঐক্য গড়ে তুলতে হবে। ভাসানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা অর্থ ভাসানীর আদর্শ বাস্তবায়ন করা। ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার জন্য সোচ্চার হওয়া, কৃষক -শ্রমিক ও মেহনতী মানুষের পক্ষে লড়াই করা। অন্য, বস্র,বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, শান্তির ব্যবস্হা করার জন্য লড়াই জারি রাখা। - প্রেস বিজ্ঞপ্তি