News update
  • কলাপাড়া মুক্ত দিবসে এবার সাড়া নেই কার     |     
  • One killed, two injured in attack at Ctg meeting over marriage     |     
  • Dhaka ranks world’s third worst in air quality Saturday     |     
  • Sylhet residents endure mosquito invasion amid dengue surge     |     
  • Lioness brought back to Zoo cage after one hour of escape     |     

আগামী নির্বাচন কোনভাবে ঝুঁকিতে ফেলা যাবেনা, বিতর্কিত করা যাবেনা – সাইফুল হক

রাজনীতি 2025-12-06, 11:41pm

saiful-huq-gs-biplabi-workers-party-addressing-a-rally-organised-by-the-dhaka-city-unit-of-the-party-on-saturday-e1eb2b7ea0514fb093e8915250ae2f621765042900.jpg

Saiful Huq GS Biplabi workers party addressing a rally organised by the Dhaka City Unit of the party on Saturday.



বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আগামী নির্বাচনকে বিতর্কিত করার কোন অবকাশ নেই। ১৭ বছর ধরে যে নির্বাচনের অপেক্ষা করছে সেই নির্বাচনকে কোনভাবেই ঝুঁকির মধ্যে ফেলা দেয়া যাবেনা। আগামী নির্বাচন বিতর্কিত হলে নির্বাচনের  গ্রহণযোগ্যতা নিয়ে

প্রশ্ন উঠতে পারে। এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও জনগণকে সম্মিলিতভাবে  দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি নির্বাচন কমিশনের আরপিও সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে

আশংকা ব্যক্ত করেন  যে, এর ফলে নির্বাচনে টাকার খেলা আরও বৃদ্ধি পাবে এবং আগামী সংসদে বিত্তবান ও ব্যবসায়ীদের আধিপত্য দেখা যাবে।

তিনি বলেন,  নির্বাচনে আসন সমঝোতা  কেন্দ্র করে যুগপৎ আন্দোলনের শরীকিদের মধ্য যে অবিশ্বাস অনাস্থা তৈরী হয়েছে তাকে আর বাড়তে দেয়া যাবেনা। তিনি বলেন রাষ্ট্র, প্রশাসন ও সংবিধানের গণতান্ত্রিক  রুপান্তর না হওয়া পর্যন্ত যুগপৎ আন্দোলনের শরীকদের ঐক্যকে ধরে রাখা দরকার  

তিনি বলেন,বিপ্লবী ওয়ার্কার্স পার্টি  জুলাই সনদের অন্যতম স্বাক্ষরকারী দল হিসাবে আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে হাঁ তেই ভোট দেবে।একইসাথে তিনি দেশবাসীকে হাঁ তেই ভোট দিতে উদাত্ত আহ্বান জানান।

তিনি বলেন,  গণভোটে উত্থাপিত প্রশ্নসমুহের ধরন নিয়ে আপত্তি থাকলেও গণঅভ্যুত্থানের রাজনৈতিক অর্জন ধরে রাখতে হাঁ সূচকেই ভোট দেয়া প্রয়োজন। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, গণভোটের চারটি ভিন্ন ভিন্ন প্রশ্নের একটি মাত্র উত্তর দেয়ার বিধান রাখায় বড় বিভ্রান্তি তৈরী হয়েছে এবং এই বিভ্রান্তির কারণে গণভোটে প্রত্যাশিত ফলাফল পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেথা দিয়েছে। 

তিনি বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তার সাংগঠনিক জেলাওসমূহে গণভোটে হাঁ এর পক্ষেই প্রচারণা চালাবে।

আজ সকালে পুরানা পল্টনে পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত  সমাবেশে  প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

 পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে  আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য  আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, সিকদার হারুন মাহমুদ,  কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী প্রমুখ।

 আকবর খান  বলেন, ফেব্রুয়ারীতে অবাধ নির্বাচনের সামনে এখনও বহু ঝুঁকি রয়েছে। সরকারের উচিৎ হবে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলসহ সবাইকে আস্থায় নিয়ে নির্বাচন নিরাপদ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা।

আকবর খান বলেন, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলসমূহের মধ্যে রাজনৈতিক বিতর্ক ও রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে; তবে তাকে জবরদখলের সহিংসতায় নেয়া যাবে না।

মোফাজ্জল হোসেন মোশতাক বলেন,  পার্টির ঢাকা মহানগর কমিটি গণভোটে  হাঁ এর টানা প্রচার অভিযান অব্যাহত রাখবে।

সমাবেশের পর পার্টির নেতা কর্মীদের একটি মিছিল ঢাকার কয়েকটি রাজপথ প্রদক্ষিণ করে। - প্রেস বিজ্ঞপ্তি