
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিনের তুলনায় কিছুটা স্থিতিশীল বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। তবে এখনই তাঁকে কেবিনে স্থানান্তর করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এখনও নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক এসব তথ্য জানান।
জিয়াউল হক বলেন, তাঁর (খালেদা জিয়া) শারীরিক অবস্থা গত কয়েকদিনের তুলনায় কিছুটা স্থিতিশীল। এটি ভালো লক্ষণ। প্রতিদিন নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আপাতত তাঁকে বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।
মেডিকেল বোর্ডের আরেক সদস্য বলেন, তাঁর (খালেদা জিয়া) কিছু ছোট ছোট ক্ষেত্রে উন্নতি হচ্ছে। তাঁর অবস্থা এখনও বিদেশে নেওয়ার মতো নয়। আপাতত দেশে রেখেই তাঁর চিকিৎসা চলবে। শরীরে গুরুতর সংক্রমণের কারণে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরোনো সমস্যা। বেশ কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া।