News update
  • BD economy stabilises unevenly as banking crisis drags growth     |     
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Thursday morning     |     
  • Economy Stabilises Unevenly as Banking Crisis Drags Growth     |     
  • Jamaat Signals Openness to Unity Government After Polls     |     
  • Let's build a society of love, tolerance, peace and harmony: Tarique Rahman      |     

ঢাকায় সার্কের মন্ত্রীদের উপস্থিতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইঙ্গিত: খসরু

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-01, 10:24am

rtertertetrtgfd-ad22e2747e8a73fe1481a948c75fb17f1767241447.jpg




বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত শ্রীলঙ্কান পররাষ্ট্রমন্ত্রী। 

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, যত কম সময়ের মধ্যে এতগুলো দেশ থেকে সিনিয়রমন্ত্রী পরিবারসহ ঢাকায় এসে সহানুভূতি প্রকাশ করেছেন, এটি তারেক রহমানের প্রতি আস্থার প্রমাণ। এটি কোনো সরকারি সফর নয় বরং ব্যক্তিগত শ্রদ্ধা ও সমর্থনের প্রকাশ।

তিনি জানান, সার্ক অঞ্চলের সব দেশের সিনিয়র মন্ত্রীদের এই উপস্থিতি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইঙ্গিত। তারা বাংলাদেশকে সাধারণ একটি দেশ হিসেবে নয় বরং সম্মানিত ও গুরুত্বপূর্ণ একটি দেশের রূপে দেখছেন।

বিএনপির এ নেতা বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেশের ভেতরে এবং বাইরে যে সম্মান অর্জন করেছে, তা এই বৈঠকে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি এবং পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে সহযোগিতার পথও আলোচিত হয়েছে।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার ইন্টিগ্রেশন বর্তমানে সবচেয়ে কম কার্যকর। আগামী দিনে সাপ্লাই চেইন, খাদ্যদ্রব্য, কাঁচামালসহ অর্থনৈতিক সহযোগিতা কীভাবে বৃদ্ধি করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের কূটনৈতিক মর্যাদা ধরে রাখবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের উন্নয়নের জন্য কাজ করবে।