News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের বিজয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-09, 2:06pm

img_20260109_140326-4fce1cae600640f5ec056ff98f20025a1767945975.jpg




দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে হওয়া ছাত্র সংসদ নির্বাচনগুলোর ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেছেন তিনি।

বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের বিজয় এবং শিবিরের জনপ্রিয়তার বাড়ার কারণ জিজ্ঞাসা করলে মির্জা ফখরুল বলেন, এটি একটি গবেষণার বিষয়। ফ্যাসিস্ট সরকারের সময় ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে তেমন কোন কাজ করতে পারেনি। তবে, জোর দিয়ে বলতে চাই বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না।

এসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। যেভাবে বিএনপি নেতাদের হত্যা করা হচ্ছে তার প্রেক্ষিতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আমরা আশা করব, সরকার দায়িত্বশীল ও কার্যকরী পদক্ষেপ নেবে।

এরপর উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটি তারেক রহমানের একটি ব্যক্তিগত সফর। বহুদিন পর তিনি মাতৃভূমিতে এসেছেন, নিজের দেশে ফিরেছেন। তাই তিনি দিনাজপুরে তার নানির কবর জিয়ারত করবেন, ঠাকুরগাঁওয়ে জুলাই শহিদদের কবর জিয়ারত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশগ্রহণ করবে।

তিনি বলেন, ঢাকায় তারেক রহমানের আগমনে লাখ লাখ মানুষের জমায়েত হয়েছিল। এখন জেলা পর্যায়ের এই সফর তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তার এই সফর পিছিয়ে পড়া উত্তরাঞ্চলকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে ভূমিকা রাখবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ দলের অন্যান্য নেতাকর্মী ও আত্মীয়-স্বজন।