News update
  • Iran dismisses Trump’s threats, vows swift response to any US attack     |     
  • Student-led shrimp farming sparks rural aquaculture boom in Naogaon     |     
  • Bangladesh Sets Path for Sustainable Farming by 2050     |     
  • Child rescued from deep tube-well hole in Ctg dies     |     
  • Days ahead will be very challenging for journalists' - ABM Mosharraf     |     

ঢাকা ১৭ নির্বাচনী এলাকায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পথসভা ও লিফলেট বিতরণ

রাজনীতি 2026-01-29, 12:08pm

img-20260128-wa0270-7b4299277c2893cb3faa753728802e3a1769666914.jpg

Leaflet distribution in support of BNP Chairman Tarique Rahman by Jatiyatabadi Sangskritik Dal in the Mahakhali area of Dhaka City on Thursday 29 January 2026.



 বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে বুধবার বিকেলে এক পথসভা ও নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। 

সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা ১৭ এর মিডিয়া কমিটির আহবায়ক বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আসাদুজ্জামান বাবুল, কালাম ফয়েজী, মাকসুদুর রহমান, শাহ আলম জমাদ্দার, মজনুর রহমান, হাসেম চৌধুরী, আমিনুল হক, শোয়েব কোরাইশি, মহিদুল মামুন, শরিফুল ইসলাম, শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল মজুমদার বলেন এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ধানের শীষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছেন ও উন্নয়নের ধারা সৃষ্টি করেছেন। তার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে উন্নয়নের ধারাকে অক্ষুন্ন রাখেন।

আজ আপনাদের সামনে উপস্থিত তাদের সন্তান আমাদের প্রিয়নেতা জননেতা তারেক রহমান। তিনি ১৭ বছর পর বাংলাদেশে পদার্পণ করে আমাদের সাহস জুগিয়েছেন। তিনি বলেছেন তার একটা পরিকল্পনা আছে দেশ ও দেশের মানুষকে নিয়ে। তিনি দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। তার জন্য আপনাদের দরকার তার হাতকে শক্তিশালী করা। আগামী ফেব্রুয়ারির ১২ তারিখে অনুষ্ঠিত হবে ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন। আপনারা  তার নির্বাচনী এলাকার বাসিন্দা। আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে তার হাতকে শক্তিশালী করবেন। ধানের শীষে ভোট দিলেই দেশের থেকে দুর্নীতি কমে যাবে, দেশে পুনরায় উন্নয়নের ধারা সৃষ্টি হবে। বস্তি এলাকায় অনেক সময় অনেক রকম অন্যায় অপকর্ম সংগঠিত হয়। তারেক রহমান নির্বাচিত হলে অত্র এলাকা থেকে জুলুম অন্যায় কমে যাবে। কেউ আর জুলুম চাঁদাবাজির শিকার হবেন না। সবচেয়ে বড় বিষয় হলো তারেক রহমানকে ভোট দিলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে এবং ধর্মব্যবসায়ী ও স্বাধীনতা বিরোধীচক্রের কোন চক্রান্তই সফল হবে না।

তিতুমীর কলেজের সামনে অনুষ্ঠিত উক্ত পথসভা শেষে এক নির্বাচনী মিছিল বের হয়।

মহাখালী ওয়ারলেস গেট থেকে উক্ত মিছিল কড়াইল বস্তির মাঠ অতিক্রম করে বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে এবং লিফলেট বিতরণ করে। সংস্কৃতি দলের সদস্যদের কেউ কেউ বাসিন্দাদের কারো কারো সাথে অন্তরঙ্গ আলোচনায় মিলিত হন। উক্ত বস্তিবাসীদের প্রায় সবাই ধানের শীষে ভোট দিবেন বলে অঙ্গীকার করেন।