News update
  • Iran dismisses Trump’s threats, vows swift response to any US attack     |     
  • Student-led shrimp farming sparks rural aquaculture boom in Naogaon     |     
  • Bangladesh Sets Path for Sustainable Farming by 2050     |     
  • Child rescued from deep tube-well hole in Ctg dies     |     
  • Days ahead will be very challenging for journalists' - ABM Mosharraf     |     

সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-29, 5:31pm

fba5c79fec739a1803ab742e3b99adfeb3eed04f86111221-8cd3e4fd005f1cc0187bd92c0bb9d5771769686300.png




বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

কৃষকদের আশ্বস্ত করে তারেক রহমান বলেন, ‘আমরা হিসাব-নিকাশ করে সিদ্ধান্ত নিয়েছি, আগামী ১২ তারিখে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে।’

কৃষক বাঁচলে দেশ বাঁচবে উল্লেখ করে তিনি বলেন, ‘কৃষক যদি ভালো থাকে, তবে দেশের মানুষ ভালো থাকবে। রাজশাহীসহ উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক শিল্প স্থাপনে উদ্যোক্তাদের বিশেষ সহায়তা দেয়া হবে।’

এ সময় তিনি কৃষকদের সহায়তায় ‘কৃষি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘মায়েদের হাতে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, তেমনই প্রত্যেক কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছে দেয়া হবে। যার মাধ্যমে তারা ব্যাংক ঋণ, সরকারি সার, বীজ ও কীটনাশক সহায়তা সরাসরি পাবেন।’

বক্তব্যে রাজশাহী অঞ্চলের উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, ‘রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম সংরক্ষণের জন্য এখানে কোনো হিমাগার নেই। আমরা এই এলাকায় আম সংরক্ষণের জন্য হিমাগার এবং উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল তৈরি করব।’ বেকারত্ব দূরীকরণে আইটি পার্ক সচল করা ও ভোকেশনাল ইনস্টিটিউট গড়ার কথাও জানান তিনি।

সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আমরা দেশে শান্তি চাই। ৭১ সালের যুদ্ধে বা ২৪-এর জুলাই আন্দোলনে কেউ দেখেনি কার কী ধর্ম। আজ দেশ গড়ার সময়েও আমরা ধর্ম দেখব না, আমরা দেখব সে একজন বাংলাদেশি।’ নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র রুখতে তিনি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে এটিই ছিল তারেক রহমানের প্রথম জনসভা। তার আগমনকে ঘিরে মাদ্রাসা মাঠ জনসমুদ্রে রূপ নেয়। জনসভা মঞ্চ থেকে তিনি রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।

কর্মসূচি অনুযায়ী, রাজশাহী শেষে তিনি নওগাঁর উদ্দেশে রওনা হন। সেখানে এটিএম মাঠে বক্তব্য রাখার পর রাতে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় যোগ দেবেন তিনি।