News update
  • 6 workers die as truck overturns in Rangamati     |     
  • IMF team wants central bank’s measures on reserves, reform     |     
  • BSEC brings back floor price to stop slide in share prices     |     
  • Weekly OIC Report on Israel’s Crimes against Palestinians     |     

মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বৈশ্বিক গণস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা নয়ঃ ডব্লিওএইচও

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2022-06-27, 9:10am

img_20220625_093830-9066ab439409292d07fe19f6cae1c58c1656128332-6aca2551f9c67f3ba7735739ada900201656299434.jpg




বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিওএইচও এই উপসংহারে পৌঁছেছে যে, মাঙ্কিপক্সের চলমান বৈশ্বিক প্রাদুর্ভাব এখন পর্যন্ত আন্তর্জাতিক উদ্বেগের কারণ হওয়ার মতো গণস্বাস্থ্য জনিত জরুরি অবস্থার সৃষ্টি করেনি।

গত বৃহস্পতিবার, সারাবিশ্বের গবেষকরা এক জরুরি কমিটির বৈঠকে মিলিত হয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

শনিবার, বিশেষজ্ঞদের পরামর্শের উপর ভিত্তি করে ডব্লিওএইচও’র মহাপরিচালক তেদ্রোস আধানোম ঘেব্রেইয়াসুস এই ঘোষণা দেন।

বিশেষজ্ঞ কমিটি অবশ্য রোগটি আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি বিদ্যমান থাকায় পরিস্থিতির দিকে ঘনিষ্ঠ নজর রাখতে হবে বলে পরামর্শ দিয়েছে।

বিশেষজ্ঞরা এও বলেন যে, আরও তথ্য পাওয়ার পর তাদের দেয়া পরামর্শ পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে কিনা, যেটি যাচাইয়ের জন্য কয়েক সপ্তাহ পর এটি পর্যালোচনা করা উচিত। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।