News update
  • BRICS Summit Opens Amid Tensions, Trump Tariff Fears     |     
  • Musk Launches 'America Party' in Fresh Split with Trump     |     
  • Israel to send negotiators to Gaza talks     |     
  • Bangladesh bounce back to level series as Tanvir bags five     |     
  • UN Chief Condemns Russian Attacks, Warns of Nuclear Risks     |     

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্স মোকাবেলা কার্যক্রম ত্বরান্বিত হয়েছে

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2022-07-31, 7:48am

09690000-0a00-0242-d20b-08da71ce831a_w408_r1_s-2bcd1ab52f70a7cb784a3fc7ac77650c1659232122.jpg




যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি মাঙ্কিপক্স সংক্রমণ ছড়িয়ে পড়া অঞ্চলগুলোর মধ্যে দুইটি অঞ্চল, তাদের সতর্কতার মাত্রা বৃদ্ধি করেছে।

স্যান ফ্রান্সিসকো বৃহস্পতিবার গণস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রায় ৮০০ রোগীর মধ্যে ঐ শহরেই রয়েছে ২৮১ জন। এমন ঘোষণার ফলে, সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্য কর্মকর্তারা অতিরিক্ত সম্পদ ও সহায়তা ব্যবহার করতে পারবেন।

নিউইয়র্ক অঙ্গরাজ্যও বৃহস্পতিবার একই ধরণের ঘোষণা দেয়। এখানে, পুরো রাজ্যজুড়ে প্রায় ১,৪০০ রোগী রয়েছে।

বিশ্বব্যাপী ৭৮টি দেশে প্রায় ২১,০০০ রোগী থাকার খবর পাওয়া গিয়েছে। তাদের প্রায় সকলেই পশ্চিম ও মধ্য আফ্রিকার বাইরে। রোগটি মূলত ঐ দুই এলাকাতেই স্থানীয়ভাবে ছড়াতো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত সপ্তাহান্তে সতর্কতার মাত্রা তাদের মানদণ্ডের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে রোগীর সংখ্যা প্রায় ৫,০০০-এ পৌঁছেছে।

ফেডারেল সরকার জরুরি অবস্থা ঘোষণা না করলেও, বৃহস্পতিবার মাঙ্কিপক্সের প্রায় ৮ লাখ ডোজ অতিরিক্ত টিকা বিতরণের পরিকল্পনা ঘোষণা করেছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তার বলেছেন, তারা ইতোমধ্যেই তিন লাখ ৪০ হাজার ডোজ টিকা বিতরণ করেছেন। তবে, অনেক আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, সরবরাহ কম থাকায় তাদেরকে রোগী ফিরিয়ে দিতে হয়েছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।