News update
  • BUET team awarded for early breast cancer screening system     |     
  • Greater worker-owner bonhomie needed to speed up dev: Yunus     |     
  • Dhaka’s Rickshaws: The untold mystery of their numbers     |     
  • Historic May Day today - Thursday     |     
  • 248 arrested, illegal nets seized in 6-day drive: River Police     |     

বাংলাদেশের ওষুধ ১৫৭ দেশে রপ্তানি হয় : স্বাস্থ্যমন্ত্রী

গ্রীণওয়াচ ডেক্স রোগবালাই 2023-10-29, 7:14pm

resize-350x230x0x0-image-245742-1698584810-c6de6ff71b8712d75051f0b77d449e6d1698585270.jpg




বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধ ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ১৫৭টি দেশে রপ্তানি করা হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২৯ অক্টোবর) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ১৫৭টি দেশে বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধ রপ্তানি করা হয়ে থাকে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তিন হাজার ৩৫৫ কোটি ৫১ লাখ ৮২ হাজার টাকার ওষুধ বিদেশে রপ্তানি হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, যেসব দেশে বাংলাদেশের উৎপাদিত ওষুধ রপ্তানি হয় সে দেশগুলো- আফগানিস্তান, আজারবাইজান, ভুটান, কম্বোডিয়া, চীন, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, জর্ডান, জাপান, কোরিয়া, মঙ্গোলিয়া, মিয়ানমার, মালয়েশিয়া, ম্যাকাও, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, উজবেকিস্তান, ভিয়েতনাম, ইয়েমেন, তাইওয়ান, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন, লেবানন, কুয়েত, কাতার, ওমান, উপসাগরীয় দেশসমূহ (জিসিসি), তুর্কমেনিস্তান কাজাকিস্তান, বাহরাইন, ব্রুনাই দারুস সালাম, নরওয়ে, অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, মলদোভা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, রুমানিয়া, ফ্লোভেনিয়া, স্লোভাকিয়া, স্পেন, সুইজালা সর্বহা আয়ারল্যান্ড, বুলগেরিয়া, মেসিডোনিয়া, বসনিয়া, টোবাগো, সান মারিনো, বোতসোয়ানা, চাঁদ, মিশর, ইজিপ্ট, ইজিপ্ট, পাবন, কেনিয়া, লিবিয়া, লাইবেরিয়া লেসোথো, মরিশাস নাইজেরিয়া, মালাউই মালি সেনেগাল, সোমালিয়া, দক্ষিণ, সোয়াজিল্যান্ড, সেনে তানজানিয়া, তিউনিসিয়া, টোগো, উপান্ডা, জামাইকা, লাওস মৌরিতানিয়া, সোমালি লাই, জাম্বিয়া, অ্যা, ই, ডা, মেক্সিকো, ডোমিনিকান প্রবচ হাইতি আর্জেন্টিনা, বেলিজ, ব্রাজিল, কলম্বিয়া, কোপা-রিক মন্টিনিগ্রো, নিকারাগুয়া, পানামা, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, চোশা, ভেনেজুয়েলা জানু কুরাকাও, প্যারাগুয়ে, উরুগুয়ে।

সরকার দলীয় আরেক এমপি মোরশেদ আলমের প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, দেশের প্রথম জাতীয় টিকা দিবস থেকে এ পর্যন্ত ৯৮ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৩৯৫ জন শিশুকে টিকা খাওয়ানো হয়েছে। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে গুটিবসন্তের টিকা প্রদানের মাধ্যমে বাংলাদেশে প্রথম টিকাদান শুরু হয়। এরপর বাংলাদেশ থেকে গুটিবসন্ত নির্মূল হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।