News update
  • 3 killed in Uttara building fire; 13 rescued     |     
  • Late-night deal ends standoff: BPL resumes Friday     |     
  • Global Marine Protection Treaty Enters into Force     |     
  • US Immigrant Visa Suspension Triggers Concern for Bangladesh     |     
  • 29 arrested under Operation Devil Hunt Phase-2: DMP     |     

ডেঙ্গুতে আক্রান্ত ছাড়ালো ৩ লাখ

গ্রীণওয়াচ ডেক্স রোগবালাই 2023-11-19, 7:55pm

resize-350x230x0x0-image-248590-1700400764-915b2c494d9051dec6c1ec9125f0a45f1700402130.jpg




গত ২৪ ঘণ্টায় দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আরও ছয়জনের প্রাণহাণি ঘটেছে। এর মধ্যে ঢাকায় দুজন এবং ঢাকার বাইরে চারজনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৯১ জন।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৫৪৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯০১ জন এবং ঢাকা সিটির বাইরে ৬৪৮ জন। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১ হাজার ২৫৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ ৯৪ হাজার ৭৫৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৯১ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ২৪৭ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৪৪ জন।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

এর আগে, ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। তথ্য সূত্র আরটিভি নিউজ।