News update
  • Sewage, trash, disease overwhelm displaced communities in Gaza     |     
  • World leaders rally for ‘full-speed’ climate action ahead of COP30     |     
  • Chel Snakehead: A Fish That Time Forgot, Rediscovered     |     
  • Investment Summit Touts Bangladesh’s FDI Promise     |     
  • World Bank Cuts South Asia Growth Forecast     |     

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৪

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2024-11-09, 10:08pm

dengue-focas_2-fd876f4f1e0245a88c3fdd715741a8501731168503.jpg




এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ জন মারা গেছে। এতে ডেঙ্গুতে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৩৪ জন। চলতি বছর মোট রোগীর সংখ্যা ৭১ হাজার ৫৬ জন।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া ৮ জনের মধ্যে চারজন হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি), একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। আর দুজন বরিশাল ও একজন চট্টগ্রামের।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ২৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটিতে ডেঙ্গু নিয়ে ২৪১ জন এবং দক্ষিণ সিটিতে ১৪৫ হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া গত একদিনে চট্টগ্রাম বিভাগে ১৬৩ জন, খুলনা বিভাগে ১১০ জন, বরিশাল বিভাগে ১৩১ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৫ জন ও সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের প্রথম দিন থেকে ৯ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৫০ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭১ হাজার ৫৬ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ১৫৯ জনের মৃত্যু হয়েছে।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন। গত বছর এক হাজার ৭০৫ জন মশাবাহিত এই রোগে মারা গেছেন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু। এনটিভি নিউজ।