News update
  • NBR scramble to meet IMF conditions on revenue collection     |     
  • Gaza: UN rights office condemns Israeli buffer zone plan     |     
  • US tariffs move could see 3% fall in global trade: Top UN economist     |     
  • Myanmar Military strikes on amid earthquake response works     |     
  • Countries reach historic deal to cut shipping emissions     |     

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2024-11-10, 9:26pm

erttert-6498cdbaaecc7d3354166b53908d68821731252404.jpg




ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩৭ জন।

রোববার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মৃত অপরজন ঢাকা বিভাগের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ৩৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২৫৭ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া গত একদিনে চট্টগ্রাম বিভাগে ১৬২ জন, খুলনা বিভাগে ১৩৯ জন, বরিশাল বিভাগে ১০১ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ৩৩ জন এবং সিলেট বিভাগে পাঁচজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের প্রথম দিন থেকে ১০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ৩৯৩ জন।

এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ১৬১ জনের মৃত্যু হয়েছে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৬৬ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে বরিশাল বিভাগে ৪১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ২১ জন, ঢাকা বিভাগে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ২ জন ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা এবং রাজশাহী বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।আরটিভি