News update
  • Tarique visits National Martyrs’ Memorial, pays homage to martyrs     |     
  • Muslim League leads new electoral alliance, Jatiya Muslim Jote     |     
  • Tk 500cr Drive to Turn Haor Fallow Land Into Farmland     |     
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯১২

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2025-11-11, 10:21pm

ererwfdsd-fd1151ddd06f1e5712cd2ecba488cd121762878096.jpg




গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় রোগটি শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯১২ জন। এ ছাড়াও একদিনে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে ৯২৯ জন।

এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে মারা গেছে ৩১৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ৬৩৪ জনে। তারমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে ৭৬ হাজার ৯৩৮ জন। এখনো দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তিন হাজার ৬৯৬ জন।

মঙ্গলবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স অ্যান্ড কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু নিয়ে এক দিনে হাসপাতালে ভর্তি ৯১২ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন রয়েছে। একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়াও ৯২৯ জন ডেঙ্গু রোগী রাজধানীসহ বিভিন্ন এলাকার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৮০ হাজার ৬৩৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৬২ দশমিক তিন শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক সাত শতাংশ নারী। তারমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে ৭৬ হাজার ৯৩৮ জন রোগী। সেইসঙ্গে ডেঙ্গুতে মারা গেছে ৩১৮ জন। এর মধ্যে গত অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৮০ জনের। এটিই চলতি বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যু।

এদিকে নভেম্বর মাসে এখন পর্যন্ত ৪০ মৃত্যুর তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারি মাসে তিনজনের মৃত্যু হয়েছে। মার্চ ছিল মৃত্যুহীন। এপ্রিলে ৭, মে মাসে ৩ জনের মৃত্যু হলেও বাড়তে থাকে জুন মাস থেকে। জুনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়। জুলাইয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪১ জনে আর আগস্টে মৃত্যু ছিল ৩৯ জনের।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু শনাক্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।