News update
  • Sand and Dust Storms Wreak Havoc Across Borders     |     
  • Global public debt hits $102 tn, South facing highest burden     |     
  • Attacks on world order, global aid hits progress on poverty     |     
  • Bangladesh, US Begin 3-Day Talks on Tariff and Trade     |     
  • A second Nakba?: UNRWA Commissioner-General on Gaza:     |     

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুখবর

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2025-02-25, 8:39pm

fwrwr45-189e9c87540fbb616a95cfcb424c8b4d1740494361.jpg




সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিজ উপজেলায় বদলির সুযোগ দিয়েছে শিক্ষা অধিদপ্তর। এ জন্য অনলাইন আবেদন আজ (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলবে।

সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এতে বলা হয়, শূন্য পদ না থাকায় যেসব শিক্ষককে নিজ উপজেলার বাইরের উপজেলায় পদায়ন করা হয়েছে, সেসব শিক্ষককে অগ্রাধিকার ভিত্তিতে আন্ত উপজেলা বদলির ক্ষেত্রে ২০২৩ সালের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকার ৩.৬ অনুচ্ছেদ অনুযায়ী নিজ উপজেলায় বদলির নির্দেশনা রয়েছে। ওই নির্দেশনার আলোকে বদলি কার্যক্রম চলবে।

২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সহকারী শিক্ষকরা অনলাইনে আবেদন করতে পারবেন। ২৮ ফেব্রুয়ারি থেকে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের আবেদন যাচাই করবেন। ১ মার্চ সহকারী উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই সম্পূর্ণ করবেন।

বদলি আবেদনের শর্তে জানানো হয়, শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষক একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বা দুটি পছন্দ করতে পারবেন।

আরটিভি