News update
  • 3 killed in Uttara building fire; 13 rescued     |     
  • Late-night deal ends standoff: BPL resumes Friday     |     
  • Global Marine Protection Treaty Enters into Force     |     
  • US Immigrant Visa Suspension Triggers Concern for Bangladesh     |     
  • 29 arrested under Operation Devil Hunt Phase-2: DMP     |     

রুশ ভাষা দিবস ও পুশকিনের ২২৩তম জন্মবার্ষিকী উদযাপিত

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2022-06-09, 5:37pm




রুশ কবি আলেকজান্ডার পুশকিনের ২২৩তম জন্মবার্ষিকী রুশ ভাষা দিবস উপলক্ষে ঢাকায় রাশিয়ান হাউসের পক্ষ থেকে সম্প্রতি অনুষ্ঠানের আয়োজন করা হয়


ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে পুশকিনের আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর . মোঃ আখতারুজ্জামান। শ্রদ্ধা নিবেদনের সময়  অ্যাসোসিয়েশন "রোডিনা" সদস্যরা, ঢাকার রাশিয়ান হাউসের ভাষা কোর্সের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক  ম্যাক্সিম দোব্রোখোতভ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ রুশ কবি এবং আধুনিক রুশ ভাষার জনক আলেকজান্ডার পুশকিনের জীবন সাহিত্য এবং বাংলা ভাষায় তাঁর প্রভাব নিয়ে আলোচনা করেন। সাহিত্য আলোচনা শেষে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-এর ডাক্তার  মমতাজ রহমান সৈয়দা জলি রুশ বাংলা ভাষায় পুশকিনের কবিতা আবৃত্তি করেন।


এসময় নারায়ণগঞ্জের রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সভাপতিত্ব করেন -এর উপাচার্য . মণীন্দ্র কুমার রায়। ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক সকল অতিথিকে স্বাগত জানিয়ে বলেন যে, একই সাথে সারা বিশ্ব পুশকিনের বার্ষিকী এবং আন্তর্জাতিক রাশিয়ান ভাষা দিবস উদযাপন করছে। বাংলাদেশস্থ রুশ দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর মিসেস একেতেরিনা সেমেনোভা রাশিয়ান বিশ্বসাহিত্যের উন্নয়নে পুশকিনের অবদানের কথা উল্লেখ করেন, পুশকিনের ঐতিহ্যের প্রতি যত্নশীল মনোভাবের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়-এর চেয়ারম্যান জনাব রাজীব প্রসাদ সাহা এবং আলেকজান্ডার পুশকিনের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন কুবান স্টেট ইউনিভার্সিটি (ক্রাসনোদর) থেকে ফিলোলজি অনুষদের স্নাতক, আজকের পত্রিকার উপ-সম্পাদক জাহীদ রেজা নূর। "রোদিনা" এবং সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-এর সদস্যরা রাশিয়ান এবং বাংলা ভাষায় ছোট নাটক, কবিতা এবং গান পরিবেশন করেন, এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পুশকিনের জীবনের উপর একটি ভিডিও উপস্থাপনাও দেখানো হয়েছিল।


বাংলাদেশ শিল্পকলা একাডেমি উপলক্ষে "বিশ্বসাহিত্য পরিক্রমা: রুশ সাহিত্য" শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের বিশিষ্ট কবি লেখক ডঃ মাসুদুজ্জামান। সোভিয়েত ইউনিভার্সিটির স্নাতক  জাহীদ রেজা নূরও আলোচনা করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। বিজ্ঞপ্তি।