News update
  • Govt reaffirms commitment to distribute school books by Jan     |     
  • Dhaka’s air turns ‘unhealthy’ on Sunday morning     |     
  • BD’s leather sector stuck at $1bn; could tap $5bn: Experts      |     
  • RU suspends ward quota reinstatement amid student protests     |     
  • Airports across Europe face disruptions due to cyberattack     |     

তিন দিনব্যাপী দুইবাংলার কবি সম্মেলন শুরু

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2022-11-26, 9:30am




বগুড়া জেলায় ‘বগুড়া লেখক চক্র’র আয়োজনে তিন দিনব্যাপী দুইবাংলার কবি সম্মেলন শুরু হয়েছে। 

আজ শুক্রবার দুপুর ১১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব কবি কামাল চৌধুরী। 

বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশনের মহাপরিচালক মো. আমিনুল ইসলাম, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, কবি আসলাম সানী, কবি রোকেয়া ইসলাম, ভারতীয় কবি প্রাণ জি বসাক। 

উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া লেখক চক্রের মুখপাত্র ঈক্ষণ, নিওর, পুন্ড্রনগর ও অনুশীলন নামের চারটি পত্রিকার মোড়ক উন্মেচন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন ভারতীয় কবি আলোক বিশ্বাস, কবি সৌমিত বসু, কবি শান্তিময় মুখোপাধ্যায়, কবি ফুল্লারা মুখোপাধ্যায়, কবি শম্পা দাস, কবি রেখা রায়, কবি মানসি কীর্তনিয়া, কবি নিহার রঞ্জন, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলী প্রমুখ। 

এর আগে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পুস্পস্তবক অর্পনের পর জেলা পরিষদ থেকে সাতমাথা পর্যন্ত কবি র‌্যালীতে বাংলাদেশ এবং ভারতের দুইশতাধিক কবি সাহিত্যিক অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর দিনব্যাপী বিভিন্ন বিষয়ের উপর ৮টি অধিবেশ অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে অধ্যাপক খৈয়াম কাদের, নিসর্গ সম্পাদক সরকার আশরাফ, কথাসাহিত্যিক রফিকুর রশীদ, কবি ফরিদ আহমদ দুলাল, শেলী সেনগুপ্তা এবং কবি ফারুক মাহমুদ সভাপতিত্ব করেন। তথ্য সূত্র বাসস।