নরসিংদীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সাহিত্য মেলা।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির সমন্বয়ে এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন।
মেলার উদ্বোধন শেষে সাহিত্যমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার সাহিত্য ও সংস্কৃতিকর্মী এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনাসভা ও প্রবন্ধ পাঠের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত সচিব মনিরুল আলম।
অনুষ্ঠানে নরসিংদী জেলার সাহিত্য ও সংস্কৃতির ওপর প্রবন্ধ পাঠ করেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া। সাহিত্য, প্রবন্ধ, নাটক, উপন্যাস, ছোটগল্প নিয়ে প্রবন্ধ পাঠ করেন নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ ও জেলার কবিতা, ছড়া ও পুঁথিসাহিত্য নিয়ে প্রবন্ধ পাঠ করেন স্থানীয় কবি মহসিন খোন্দকার। তথ্য সূত্র আরটিভি নিউজ।