News update
  • Musk Launches 'America Party' in Fresh Split with Trump     |     
  • Israel to send negotiators to Gaza talks     |     
  • Bangladesh bounce back to level series as Tanvir bags five     |     
  • UN Chief Condemns Russian Attacks, Warns of Nuclear Risks     |     
  • Dhaka Urges Clear Outcome from Upcoming Rohingya Talks     |     

শিল্পকলা একাডেমির পরিচালক হলেন জ্যোতিকা জ্যোতি

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2023-03-14, 9:25am

resize-350x230x0x0-image-215765-1678729899-a61a7501edae79971e4f8ded0749a0a81678764311.jpg




শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতি। দুই বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।

সোমবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জ্যোতিকে চুক্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিয়ে শোবিজে পথচলা শুরু করেন জ্যোতিকা জ্যোতি। বর্তমানে দুই বাংলায় নিজের জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। তথ্য সূত্র আরটিভি নিউজ।