দুর্গাপূজা একেবারেই আসন্ন হাতে গুনে কুড়ি বাইশ দিন বাকি। দুর্গাপূজার উৎসবে কলকাতা মাতোয়ারা। নতুন জামা কাপড় কেনার বাজার কলকাতাসহ প্রায় গোটা রাজ্যই।
কিন্তু সেই আনন্দ উৎসবের আগেই কলকাতায় আজ থেকে শুরু হয়ে গেল এক কথায় দুর্গাপূজাকে কেন্দ্র করেই শারদ বই পার্বণ।
যার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। সহযোগিতায় রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ।
বইপ্রেমী মানুষ কিংবা পাঠক মহলের কাছে কিন্তু যার আরেক নাম বইবাজার।
আজ ২৮ শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার কলকাতার রবীন্দ্রসদন-বাংলা আকাদেমি প্রাঙ্গণে শারদ বই পার্বণের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী, আকাদেমি সভাপতি ব্রাত্য বসু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাহিত্যিক প্রচেত গুপ্ত, জয়ন্ত দে, সৈকত মুখোপাধ্যায়, বীথি চট্টোপাধ্যায়, অধ্যাপক সুখেন বিশ্বাস, বাংলা আকাডেমি সচিব বাসুদেব ঘোষ, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, সচিব সুধাংশুশেখর দে।
পূজার আগে বাঙালি দের এই নস্টালজিয়ার শারদ বইপার্বণ চলবে আগামী ৬ই অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত্রি ৮টা পর্যন্ত এই মেলা। তথ্য সূত্র আরটিভি নিউজ।